×

খেলা

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে ভারত

ছবি: সংগৃহীত

   

ইনিংসের প্রথম ওভারেই রীতিমতো রান উৎসবের আভাস দেন ভারতের দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। মেহেদী হাসান মিরাজের ওভারে তিন বাউন্ডারিতে সব মিলিয়ে ১৫ রান তোলেন নেন তারা। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই সেই ঝড় থামিয়ে দেন পেসার তাসকিন আহমেদ। পরের ওভারে সাকিবও আস্থার প্রতিদান দিয়েছেন। এতে ইনিংসের তৃতীয় ওভারের মধ্যেই জোড়া উইকেট হারিয়েছে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৫ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু করেন ভারতের দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। তাদের ঝড়ে সব মিলিয়ে প্রথম ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলে ফেলে স্বাগতিক দল।

এরপর আক্রমণে এসে ভারতের দুই ওপেনারকে কিছুটা চাপেই ফেলেছিলেন তাসকিন আহমেদ। প্রথম পাঁচ বলে তাসকিনের খরচ মোটে ২ রান। আর ভালো বোলিংয়ের পুরস্কার-ও পেয়েছেন শেষ ডেলিভারিতে। তাসকিনের ঘণ্টায় ১২২ দশমিক ৩ কিলোমিটার ডেলিভারিতে মিড অফে শান্তর হাতে সহজ ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ১০ রান করে থামেন উইকেটকিপার এই ব্যাটার।

এরপর আক্রমণে এসে জোড়া চার হজম করেন তানজিম সাকিব। তবে ষষ্ঠ বলে দেখালেন ভেলকি। তার অফ স্টাম্পের বাইরের বল সজোরে হাঁকাতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু ব্যাটের ভেতরের অংশে লেগে স্টাম্পে আঘাত হানে সেটি। ১১ বলে ১৫ রান করে এই ওপেনার ফিরলে টানা দুই ওভারে উইকেট হারাল ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App