‘আমাদের আরো ভালো পরিকল্পনা দরকার’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০১:২২ পিএম
-67038c50464aa.jpg)
ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ১৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ১১ দশমিক ৫ ওভারেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিক দল। তবে ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক শান্ত জানিয়েছেন, পরবর্তী ম্যাচ দুটিতে আরও ভালো পরিকল্পনা নিয়ে নামতে হবে তাদের।
শান্ত বলেন, ‘আমরা ভালো শুরু করিনি। টি-২০ ম্যাচে প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের শুরু সেভাবে হয়নি। পরিকল্পনা ছিল ইনটেন্ট নিয়ে প্রথম বল থেকে ভালো ক্রিকেট খেলা, সেটা আমরা পারিনি। আমাদের শুরুতে কিছু ওভার দেখে খেলতে হতো।’
ঘুরে দাঁড়ানোর আশা দিয়ে শান্তর ভাষ্য, ‘আমাদের পরবর্তী ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে নামতে হবে। হাতে কিছু উইকেট থাকলে আমরা ১০-১৫ রান বেশি করতে পারতাম। ভারতের বোলিং অনুযায়ী, বোর্ডে আমাদের পর্যাপ্ত রান আসেনি। আরও রান করতে হতো, তাছাড়া এই উইকেটে বোলারদের কিছু করার থাকে না। তারপরও রিশাদ, মুস্তাফিজ ভালো বোলিং করেছে।’