×

খেলা

ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই থামল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম

ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই থামল বাংলাদেশ

বাংলাদেশ-ভারত ম্যাচ, ছবি: সংগৃহীত

   

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জুড়েই প্রশ্নবিদ্ধ হয় বাংলাদেশের ব্যাটিং। বাজে শটে উইকেট বিলিয়ে দেওয়া, বল না বুঝেই ব্যাট চালানো, লম্বা সময় ক্রিজে থাকার পরও থিতু হতে না পারাসহ একাধিক অভিযোগ ছিল। এবার জার্সি বদলালেও কাটেনি টাইগারদের ব্যাটিং দুর্দশা। টপ-অর্ডারের পর মির্ডল অর্ডারের ব্যর্থতা আর আঁটসাঁট বোলিংয়ে অল্পতেই বাংলাদেশকে আটকে দিয়েছে ম্যান ইন ব্লুরা।

রবিবার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ১৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দারুণ এক প্লেসিং শটে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের গোড়াপত্তন করা লিটন দাস ২ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন।

লিটনের পথই অনুসরণ করেন আরেক ওপেনার পারভেজ হোসেন। আগের ওভারে ফ্লিকে হার্দিক পান্ডিয়াকে ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে তৃতীয় ওভারে অর্শদীপের প্রথম বলে বোল্ড হন পারভেজ (৯ বলে ৮ রান)।

এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক শান্ত। তবে আগের ওভার মেইডেন হওয়ায় খানিকটা চাপ অনুভব করছিলেন হৃদয়। চাপ মুক্ত হতে বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন। নিজের স্পেলের প্রথম ওভারে ১৬ রান হজম করা বরুণও উইকেটের মিছিলে যোগ দেন।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় টাইগাররা। দুই অঙ্ক স্পর্শ করার আগেই সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ (১) ও জাকের আলি (৮)। 

তিনে নামা শান্ত অনেক ক্ষণ একপ্রান্ত আগলে রেখেছিলেন। তবে ইনিংসের ১২তম ওভারে তারও বিদায়ঘণ্টা বাজে। ওয়াশিংটন সুন্দরের বলে ফিরতি ক্যাচ দেন টাইগার অধিনায়ক। এক চার ও এক ছক্কায় খেলা ২৫ বলে ২৭ রানে থামেন শান্ত।

এরপর ব্যাটিংয়ে নেমে মায়াঙ্ক যাদবের অফ স্টাম্পের বাইরের বলে আপার–কাটে ছক্কা হাঁকান রিশাদ হোসেন। পরের বলে উইকেটের সোজাসুজি বাউন্ডারি। তবে রিশাদের ইনিংসও বড় হলো না। ৫ বলের ছোট ইনিংসে ১১ রান করে বরুণের বলে পান্ডিয়ার মুঠোবন্দি হলে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর অষ্টম উইকেটে তাসকিনকে সঙ্গে নিয়ে দলীয় হাল ধরেন দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরা মেহেদী হাসান মিরাজ। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে একশ পেরোয় দলীয় পুঁজি। তবে রানআউটের ফাঁদে পড়েন এই পেসার। ১৩ বলে ১২ রান করে তাসকিন ফিরলে ভাঙে তাদের ২৩ রানের জুটি। এরপর রানের খাতা খোলার আগেই ফেরেন শরিফুল।

শেষদিকে মোস্তাফিজকে সঙ্গে নিয়ে লড়াই জিইয়ে রেখেছিলেন মিরাজ। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে মোস্তাফিজকে স্ট্রাইক দিয়েছিলেন মিরাজ। দুর্দান্ত এক ইয়র্কারে ফিজকে পরাস্ত করেন অর্শদীপ সিং। শেষমেশ ১৯ দশমিক ৫ ওভারে ১২৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন মিরাজ।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App