জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পিএম
-6701488b83618.png)
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে হেরেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল শ্রীলঙ্কা। এবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ভাগ্য পাল্টায়নি লঙ্কানদের। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বমঞ্চে অভিযান শুরু করলো অস্ট্রেলিয়া।
শনিবার (৫ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৩ রানের পুঁজি দাঁড় করায় লঙ্কানরা। জবাবে ৩৪ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে অজিরা।
লঙ্কানদের মামুলি পুঁজি তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। দলীয় ১৪ রানেই জোড়া উইকেট খুইয়ে বসে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন হিলি (৪) ও ওয়েরহাম (৩)।
এরপর ব্যাট হাতে নেমে অ্যালিসা পেরিও ইনিংস বড় করতে পারেননি। ১৫ বলে ১৭ রান করে ফেরেন তিনি।
তবে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে দলীয় রানের চাকা সচল রাখেন ওপেনার বেথ মুনি। শেষমেশ লিচফিল্ডের ৯ আর মুনির অপরাজিত ৪৩ রানের সুবাদে ১৪ দশমিক ২ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অজিরা।
লঙ্কানদের হয়ে উদেশিকা প্রবোধনী, সুগান্ধীকা কুমারী এবং ইনোকা রানাওয়েরা একটি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কানরা। দলীয় দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই সাজঘরে ফেরেন বিশমি গুনারত্নে (০) এবং চামারী আতাপাত্তু (৩)। এরপর কবিশা দিলহারিও (৫) দ্রুতই ফেরেন।
এরপর হর্ষিতাকে নিয়ে হাল ধরেন সিলভা। তবে ব্যক্তিগত ২৩ রানেই ফেরেন হর্ষিতা।
তবে একপ্রান্ত আগলে রেখে রানের গতি বাড়াতে থাকেন সিলভা। শেষ পর্যন্ত সিলভার অপরাজিত ২৯ রানে ভর করে ৯৩ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।