×

খেলা

কে হচ্ছেন বাফুফে সভাপতি?

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

কে হচ্ছেন বাফুফে সভাপতি?

ছবি: সংগৃহীত

   

আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ঘোষণা না দিলেও পেশাদার সংগঠক ইমরুল হাসান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে আলোচনা বেড়েছে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে খেয়ালি ও বিতর্কিত সংগঠক তরফদার রুহুল আমিন ও প্রভাবশালী ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু তনয় তাবিথ আওয়ালের নাম শোনা যাচ্ছে। তরফদার ও তাবিথ উভয়েই প্রার্থী হবেন, ইতোমধ্যে তেমন ঘোষণাও দিয়েছেন।

এদিকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা ইতোমধ্যে তরফদার রুহুল আমিনকে গ্রেফতারের দাবি জানিয়েছে। ফলে আসন্ন বাফুফে নির্বাচনে দেশের ক্লাব ফুটবলে সাফল্যের বিচারে আধিপত্য বিস্তার করা বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের সঙ্গে অপেক্ষাকৃত দুর্বল সংগঠক তাবিথ আওয়ালের মধ্যে লড়াই হতে যাচ্ছে বলে ক্রীড়ামহলে চাউর আছে। 

অন্যদিকে সোমবারের (৩০ সেপ্টেম্বর) মধ্যে ১৩৯ জনের মনোনীত কাউন্সিলরদের নাম ক্লাব, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলো কর্তৃক বাফুফের কাছে স্ব স্ব সংগঠনের প্রতিনিধির নাম প্রেরণ করার কথা।

সূত্র মতে, কেউ কেউ দাবি করছে কাউন্সিলরদের সংখ্যা এবার হবে মোট ১৪৩ জনের। অভিযোগ উঠেছে, বাফুফে থেকে সারা দেশে সংস্থাগুলোর কাছে আইনি মোতাবেক পত্র প্রদান না করে পছন্দ মতো ব্যক্তিকে বিভিন্ন সংস্থার কাউন্সিলর করে আনার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। একটি প্রভাবশালী পক্ষ সেই কাজটি করছে। গেল দিনে বাফুফে কার্যালয়ে সেই চিত্র দেখা গেছে। যারা মূলত এই মুহূর্তে বাফুফের দাফতরিক কাজগুলো করছেন, তারাই এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন, তেমন দাবি করেছেন বাফুফে কার্যালয়ে আগত সংগঠকেরা। তাদের অনেকেই কাউন্সিলর, কিংবা কাউন্সিলর হতে চান।  এই ইস্যুতে ২৯ সেপ্টেম্বর বাফুফে কর্মকর্তাদের সঙ্গে আগত অভিলাষী কাউন্সিলরদের হাতাহাতির ঘটনাও ঘটে।   

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হবে। ১৪৩ জন কাউন্সিলরদের ভোটেই বাফুফে কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে।

লক্ষণীয় দিক হলো, কাউন্সিলর হিসাবে দেশের অধিকাংশ পর্যায়ে তখনকার সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অধ্যুষিত ব্যক্তিবর্গ ছিলেন। এখন অনেক কাউন্সিলরই পালিয়ে আছেন। এ কারণে একটি পক্ষ সেই সুযোগ নিতে চাচ্ছেন। নতুন নতুন কাউন্সিলরের নাম বাড়ছে। হাতে হাতেও কৌশলে দেয়া হচ্ছে বাফুফে থেকে চূড়ান্ত হওয়া কতিপয় কাউন্সিলরের তালিকা। তাই ধরে নেওয়া হচ্ছে যে কাজী সালাউদ্দিনের বিগত সময়ের প্যানেলই তাবিথ আওয়ালের সম্ভাব্য অনাগত প্যানেল। দুই একটি ব্যতিক্রম ছাড়া এমন বিষয়টি এখন ওপেন সিক্রেট। 

বিশ্বস্ত সূত্র দাবি করছে যে তাবিথ আওয়ালের সঙ্গে কাজী সালাউদ্দিনের উষ্ণ সম্পর্ক থাকায় এমনটি ঘটেছে। কেউ কেউ বলছেন, তাবিথ সভাপতি হতে পারলে সালাউদ্দিনের বিগত সময়ের দুর্নীতি নিয়ে সোচ্চার থাকবেন না তাবিথ আওয়াল!

তবে তাবিথ আওয়াল শেষ মুহূর্তে বর্তমান সরকার ও ছাত্র সমাজের আস্থা ও বিশ্বাস হারাতে পারেন বলে মনে করার সুযোগ আছে। কারণ, তিনি কাজী সালাউদ্দিনের বিগত সময়ের প্যানেল নিয়েই কাজ করছেন বলে গুঞ্জন আছে। 

বাংলাদেশের ফুটবল নিয়ে দেশের জনমানুষ স্বপ্ন দেখেও আশাহত। একসময় আবাহনী ও মোহামেডানের ফুটবল যুদ্ধ সারা দেশে ছড়িয়ে পড়লেও প্রচলিত আছে যে বাফুফে সঠিকভাবে দেশের ফুটবলকে পরিচালনা করতে পারেনি। দক্ষ, পেশাদার ও সৎ নেতৃত্বের অভাবে বাংলাদেশ সাফে ধারাবাহিক সাফল্য পায়নি। এশিয়ায় জায়গা করে নেয়া তো অনেক দূরে।

সবকিছু বিবেচনায় গেল অর্ধযুগে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে বারবার করে অংশ নিয়ে বসুন্ধরা কিংস নিজেদের নামটি এশিয়ার উঁচু স্তরে নিয়ে যেতে পেরেছে। এমন কি সর্বকালের সেরা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরের সঙ্গেও এক দুই বছরে সাক্ষাৎ তথা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বসুন্ধরা কিংসের। সেই ক্লাবটির অদম্য সত্তা ও নেতা ইমরুল হাসান বাফুফের সভাপতি হলে মন্দ হয় না। তেমন মত রাখছেন, বর্তমান ও সাবেক জাতীয় দলের খেলোয়াড়েরা। যদিও তা নাম প্রকাশ না করার শর্তে। কারণ, তাদের কেউ কেউ আসন্ন নির্বাচনের কাউন্সিলরও।

সার্বিক প্রেক্ষাপটের আদ্যোপান্ত জানান দিচ্ছে, তরফদার রুহুল আমিন নির্বাচন থেকে পুনরায় সরে যেতে বাধ্য হবেন। লড়াই শেষ মুহূর্তে তাবিথ আওয়াল করবেন। কিন্তু তিনি কি ইমরুল হাসানের মত পেশাদার সংগঠককে হারাতে পারবেন?  অতীত সাক্ষ্য দিচ্ছে, তিনি বাফুফে নির্বাচনে সহ-সভাপতির নির্বাচন করেও হেরে বসেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App