কানপুর টেস্ট
জোড়া বিশ্ব রেকর্ড ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
-66fa757331b55.png)
ভারতীয় দল, ছবি: সংগৃহীত
কানপুর টেস্টে বাংলাদেশের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে মারকুটে মেজাজে খেলছে ভারত। এজন্য ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছেন ভারতীয় ব্যাটাররা। ফলে ১০ দশমিক ১ ওভারেই ১০০ রানের কোটা পেরিয়ে গেছে টিম ইন্ডিয়া। এতে জোড়া বিশ্ব রেকর্ড-ও গড়েছে ভারত।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ঝোড়ো শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়াল। হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে ৩ চার হাঁকান জয়সওয়াল। রোহিতও টাইগার বোলারদের ওপর চড়াও হন। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ পেরোয় ভারত। টেস্টের ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি এটি। তবে চতুর্থ ওভারে রোহিতকে থামান মিরাজ। ১১ বলে ২৩ রান করেন ভারতীয় এই ওপেনার।
এরপর গিলকে নিয়ে মারমুখী ব্যাটিংয়ে ৩১ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন জয়সওয়াল। ফলে ১০ দশমিক ১ ওভারেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলে ভারত। টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় শতক এটি।
এত কম ওভারে আর কোনো দল ১০০ করতে পারেনি। আগের রেকর্ডও ভারতেরই। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে ১২ দশমিক ২ ওভারের ১০০ ছুঁয়েছিল টিম ইন্ডিয়া। এর আগে, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম ১৩ দশমিক ২ ওভারে ১০০ করেছিল শ্রীলঙ্কা।