জোড়া বিশ্বরেকর্ড গড়ে চা-বিরতিতে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম
-66fa72cdc05d2.png)
বাংলাদেশ-ভারত টেস্ট, ছবি: এএফপি
মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরির পরও কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আক্রমণাত্নক শুরু করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। রোহিত প্যাভিলিয়নে ফিরলেও জয়সওয়ালের ব্যাটে জোড়া বিশ্ব রেকর্ড গড়ে স্বাগতিক দল। শেষমেশ ১৬ ওভারে ২ উইকেটে ১৩৮ রান নিয়ে চা বিরতিতে গেছে ভারত। বাংলাদেশের চেয়ে এখনো ৯৫ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। শুভমান গিল ৩৭ রানে আর ৪ রানে অপরাজিত আছেন রিশাভ পান্ত।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ঝোড়ো শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়াল। হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে ৩ চার হাঁকান জয়সওয়াল। রোহিতও টাইগার বোলারদের ওপর চড়াও হন। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ পেরোয় ভারত। টেস্টের ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি এটি। তবে চতুর্থ ওভারে রোহিতকে থামান মিরাজ। ১১ বলে ২৩ রান করেন ভারতীয় এই ওপেনার।
এরপর গিলকে নিয়ে মারমুখী ব্যাটিংয়ে ৩১ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন জয়সওয়াল। ফলে ১০ দশমিক ১ ওভারে ১০০ পেরোয় ভারত। টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় শতক-ও এটি।
এরপর ১২৭ রানে জয়সওয়ালকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। ফেরার আগে ৫১ বলে ৭২ রান করেন এই ওপেনার।
আর কোনো বিপদ হতে না দিয়ে দ্বিতীয় সেশন পার করেন গিল ও পান্ত। গিল ৩৭ ও পান্ত ৪ রানে অপরাজিত আছেন।