একাই লড়লেন মুমিনুল, ২৩৩ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৩ পিএম
-66fa5e8691433.png)
বাংলাদেশ-ভারত টেস্ট, ছবি: এএফপি
কানপুর টেস্টে প্রথম দিনে ৩৫ ওভার মাঠে গড়ানোর পর বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা বন্ধ হয়েছিল। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়। চতুর্থ দিনে মুমিনুল হকের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে ২৩৩ রানের বেশি সংগ্রহ পায়নি বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে মুমিনুল ১০৭ রানে অপরাজিত থাকলেও বাকিরা তাকে সঙ্গ দিতে পারেননি। দিনের দ্বিতীয় সেশনে ৮ দশমিক ২ ওভারে ২৮ রান তুলতেই শেষ ৪ উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে, চতুর্থ দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসের বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০৫ রান। মুমিনুল ১০২, মিরাজ ৬ রানে ক্রিজে ছিলেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। তবে দিনের শুরুতেই বুমরাহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। দলীয় ১১২ রানে ৩২ বলে ১১ রান করে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার।
এরপর সাকিবের আগে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলছিলেন লিটন। তবে মোহাম্মদ সিরাজকে উড়িয়ে মারতে গিয়ে মিড-অফে রোহিতের মুঠোবন্দি হন তিনি।
এরপর অশ্বিনের বলে সাকিবের দুর্দান্ত ক্যাচ নেন সিরাজ। সাকিবের বিদায়ে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।
তবে এরপর আর কোনো বিপদ হতে না দিয়ে মিরাজকে নিয়ে জুটি গড়েন মুমিনুল। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি-ও তুলে নেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে এটি তার ১৩তম শতক। যদিও ৯৩ এবং ৯৬ রানে দুইবার জীবন পেয়েছিলেন এই ব্যাটার।
মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি মিরাজ। ৪২ বলে ২০ রান করে ফেরেন তিনি।
তার বিদায়ের পর বাকি ৩ উইকেট হারিয়ে ৭৪ দশমিক ২ ওভারে ২৩৩ রানে অলআউট হয় শান্ত বাহিনী। ১০৭ বলে ১৯৪ রানে অপরাজিত থাকেন মুমিনুল। ভারতের হয়ে জাসপ্রীত বুমরাহ তিনটি উইকেট নেন।