মুমিনুলের সেঞ্চুরির আনন্দ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম
-66fa473f11716.png)
বাংলাদেশ-ভারত টেস্ট, ছবি: এএফপি
কানপুর টেস্টের প্রথম দিনেই ব্যাটিংয়ে নেমেছিলেন মুমিনুল হক। সেদিন ৩৫ ওভার মাঠে গড়ানোর পরই বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা বন্ধ হয়েছিল। সে সময়ে মুমিনুল ৪০ রানে ও মুশফিকুর ৬ রানে অপরাজিত ছিলেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়। চতুর্থ দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসের বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০৫ রান। মুমিনুল ১০২, মিরাজ ৬ রানে ব্যাট করছেন। প্রায় সোয়া দুই ঘণ্টা স্থায়ী এই সেশনে ৩১ ওভার খেলা হয়েছে। তাতে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান যোগ করেছে সফরকারীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। তবে দিনের শুরুতেই বুমরাহর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। দলীয় ১১২ রানে ৩২ বলে ১১ রান করে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার।
এরপর সাকিবের আগে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলছিলেন লিটন। তবে মোহাম্মদ সিরাজকে উড়িয়ে মারতে গিয়ে মিড-অফে রোহিতের মুঠোবন্দি হন তিনি।
এরপর অশ্বিনের বলে সাকিবের দুর্দান্ত ক্যাচ নেন সিরাজ। সাকিবের বিদায়ে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।
তবে এরপর আর কোনো বিপদ হতে না দিয়ে মিরাজকে নিয়ে জুটি গড়েন মুমিনুল। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি-ও তুলে নেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে এটি তার ১৩তম শতক। যদিও ৯৩ এবং ৯৬ রানে দুইবার জীবন পেয়েছিলেন এই ব্যাটার।
তার শতকের সঙ্গে সঙ্গে দলীয় দুইশ রানের সংগ্রহ পেরিয়ে যায় বাংলাদেশ। শেষমেশ ৬ উইকেটে ২০৫ রান নিয়ে মধ্যাহবিরতিতে গিয়েছে টাইগাররা। মুমিনুল ১০২, মিরাজ ৬ রানে ব্যাট করছেন।