×

খেলা

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৪১ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৪১ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

মুমিনুল হক, ছবি: এএফপি

   

বৃষ্টির শঙ্কা নিয়ে কানপুর টেস্ট শুরু হয়েছিল। বৃষ্টিতে প্রথম দিনের অধিকাংশই ভেসে গিয়েছিল। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক।

এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সেঞ্চুরি খরা কাটান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ এই সেঞ্চুরিয়ান। সবশেষ ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ছোঁয়া পেয়েছিলেন। এবার ১৫ মাস পর আরেক সেঞ্চুরি পেলেন।

এটি তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। তবে দেশের বাইরে কেবল দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন সাবেক এই টেস্ট অধিনায়ক। এর আগে, ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টে নিজের ১১তম সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সেই হিসেবে দেশের বাইরে প্রায় সাড়ে ৩ বছর বা ৪১ মাসের সেঞ্চুরি খরা কাটলেন তিনি।

তার সেঞ্চুরির পরই লাঞ্চ বিরতিতে গেছে দুই দল। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দলীয় দুইশ রান-ও পার করেছে টাইগাররা। ৬ উইকেটে ২০৫ রান নিয়ে মধ্যাহবিরতিতে গিয়েছে টাইগাররা। মুমিনুল ১০২, মিরাজ ৬ রানে ব্যাট করছেন।

এর আগে, মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। তবে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন মুশি। দলীয় ১১২ রানে ৩২ বলে ১১ রান করে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। 

এরপর সাকিবের আগে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলছিলেন লিটন। তবে মোহাম্মদ সিরাজকে উড়িয়ে মারতে গিয়ে মিড-অফে রোহিতের মুঠোবন্দি হন তিনি। এরপর এই পেসারই নায়কের চরিত্রে আবির্ভূত হন। অশ্বিনের বলে সাকিবের দুর্দান্ত ক্যাচ নেন সিরাজ। সাকিবের বিদায়ে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App