কানপুর টেস্ট
প্রথম সেশনে খেলা হচ্ছে না

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ পিএম
-66f8eff1c6b3c.jpg)
বাংলাদেশ-ভারত টেস্ট, ছবি: এএফপি
আগের দিনে রাতভর বৃষ্টির কারণে ধারণা করা যাচ্ছিল, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ম্যাচ শুরু হবে। তবে কতক্ষণ পেছাবে, তা নিয়ে সংশয় ছিল। রোববার (২৯ সেপ্টেম্বর) তৃতীয় দিন সকালে কানপুর গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় বৃষ্টি হয়নি। তবে আগের দিনের বৃষ্টিতে কভার সরিয়ে মাঠ প্রস্তুত করতেই সময় লাগছে। এতে তৃতীয় দিনের প্রথম সেশনও পণ্ড হয়ে গেছে।
এদিন সাড়ে ১০টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হতে পারেননি। ফলে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আবারও মাঠ পর্যবেক্ষণের সময় নির্ধারণ করেছেন। ওই সময়ের মধ্যেই মধ্যাহ্নভোজের সময় শেষ হওয়ার কথা। নতুন করে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে মাঠে গড়াতে পারে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন।
এর আগে, কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয় দ্বিতীয় দিনের খেলা। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট নাগাদ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এরও আগে, প্রথম দিনে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। প্রথম দিনে ৩ উইকেটে ১০৭ রান ছিল বাংলাদেশের। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিক। আরেকপ্রান্তে মুমিনুলের সংগ্রহ ৪০ রান।
ভারতের হয়ে জোড়া উইকেট শিকার করেন আকাশ দীপ।