ইংল্যান্ডকে ফের হারিয়ে অস্ট্রেলিয়ার টানা ‘১৪’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
-66f0070e6936b.jpg)
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ, ছবি: গেটি ইমেজ
ব্যাটার-বোলারদের দারুণ নৈপুণ্যে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। এ নিয়ে ওয়ানডেতে টানা ১৪ ম্যাচে অপরাজিত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই সংস্করণে টানা সর্বোচ্চ জয়ের বিশ্বরেকর্ডও তাদেরই দখলে। এর আগে, ২০০৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত টানা ২১ ওয়ানডে জিতেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া।
হেডেংলির লিডসে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৪ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২০২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১’শর আগেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৫৬ রানে দলকে লড়াইয়ে রাখেন অধিনায়ক মিচেল মার্শ ও মার্নাস ল্যাবুশেন।
এরপর ব্যক্তিগত ১৯ রানে ল্যাবুশেন ফিরলেও ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম হাফ-সেঞ্চুরির তুলে নেন মার্শ। তবে ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। ৬ চার ও ৩ ছক্কায় ৫৯ বলে ৬০ রানে ফেরেন মার্শ।
এরপর সপ্তম উইকেটে অ্যারন হার্ডির সঙ্গে ৪৭ বলে ৫৫ এবং শেষদিকে জশ হ্যাজেলউডকে নিয়ে ৪৯ বলে ৪৯ রান যোগ করেন উইকেটকিপার ব্যাটার ক্যারি। শেষমেশ ২৭০ রানের লড়াকু পুঁজি পায় অজিরা। ৮ চার ও ৩ ছক্কায় ক্যারি ৭৪, হার্ডি ২৩ ও হ্যাজেলউড অপরাজিত ৪ রান করেন।
ইংল্যান্ডের হয়ে ব্রাইডন কার্স তিনটি উইকেট নেন। এ ছাড়া জোড়া উইকেট শিকার করে প্রথম ইংলিশ স্পিনার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আদিল রশিদ।
জবাবে দলীয় ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে ৫৫ রানের জুটি গড়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন জেমি স্মিথ ও জ্যাকব বেথেল। তবে দলীয় ১২০ রানে বেথেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ম্যাক্সওয়েল। এরপর বাকি ৮২ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা।
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক তিনটি, হ্যাজেলউড-হার্ডি ও ম্যাক্সওয়েল দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৪ দশমিক ৪ ওভারে ২৭০ (শর্ট ২৯, হেড ২৯, মার্শ ৬০, স্মিথ ৪, ল্যাবুশেন ১৯, ক্যারি ৭৪, ম্যাক্সওয়েল ৭, হার্ডি ২৩, স্টার্ক ০, জ্যাম্পা ৩, হ্যাজেলউড ৪*; পটস ৭-১-৩০-২, স্টোন ৮.৪-০-৪৬-১, কার্স ১০-০-৭৫-৩, রশিদ ১০-০-৪২-২, বেথেল ৫-০-৩৩-২, লিভিংস্টোন ২-০-২৩-০, জ্যাকস ২-০-১৯-০)
ইংল্যান্ড: ৪০.২ ওভারে ২০২ (সল্ট ১২, ডাকেট ৩৫, জ্যাকস ০, ব্রুক ৪, স্মিথ ৪৯, লিভিংস্টোন ০, বেথেল ২৫, কার্স ২৬, রশিদ ২৭, পটস ৭*, স্টোন ১; স্টার্ক ৯.২-০-৫০-৩, হ্যাজেলউড ৮-০-৫৪-২, হার্ডি ৮-২-২৬-২, জ্যাম্পা ৮-০-৪২-১, ম্যাক্সওয়েল ৬-১-১৫-২, শর্ট ১-০-৮-০)
ফল: অস্ট্রেলিয়া ৬৮ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ২-০'তে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেক্স ক্যারি