হারের পর আরো পেছাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
-66effea612535.jpg)
বাংলাদেশ দল, ছবি: এপি
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারতের সঙ্গে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের পর পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে টাইগাররা। অন্যদিকে দাপুটে জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে টিম ইন্ডিয়া।
এর আগে, পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠেছিল শান্ত বাহিনী। সে সময়ে ৪৫ দশমিক ৮৩ পয়েন্ট ছিল বাংলাদেশের। এবার চেন্নাই টেস্টে হেরে পয়েন্টের পাশাপাশি চতুর্থস্থান-ও হারিয়েছে টাইগাররা। ৭ ম্যাচে ৩ জয় আর ৪ হারে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৩৯ দশমিক ২৯ শতাংশ।
বাংলাদেশ চারে নেমে যাওয়ায় শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের উন্নতি হয়েছে। ৭ ম্যাচে লঙ্কানদের পয়েন্ট ৪২ দশমিক ৮৬ এবং ১৬ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট। ৪২ দশমিক ১৯ শতাংশ।
এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের পর শীর্ষস্থান আরও মজবুত করেছে ম্যান ইন ব্লুরা। ১০ ম্যাচে ৭ জয়, দুই হার ও এক ড্রয়ে ৭১ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট টিম ইন্ডিয়ার।