×

খেলা

দাপুটে জয়ে চেলসির বড় লাফ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দাপুটে জয়ে চেলসির বড় লাফ

ছবি: সংগৃহীত

   

প্রিমিয়ার লিগে ওয়েস্টহামের বিপক্ষে সহজ জয় পেয়েছে চেলসি। লন্ডন স্টেডিয়ামে গতকাল ম্যাচের প্রথমার্ধের মাত্র ৪ মিনিটে জ্যাডন সাঞ্চোর পাসে চেলসিকে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন। এরপর ১৮ মিনিটের মাথায় কাইসেদোর পাসে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২-০ গোলে প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংলিশ তারকা কোল পালমারের গোলে ব্যবধান ৩-০ করে চেলসি। পালমারকে গোলে সহায়তা করেন জ্যাকসন। ২ গোল ও ১ অ্যাসিস্টে ম্যাচসেরা জ্যাকসনের নৈপুণ্যে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে চেলসি।

সৌদি প্রো লিগে গতকাল আল ইত্তিফাকের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে আল নাসর। সৌদি আরবের ক্লাবটির হয়ে গতকাল গোল করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ গোলের মাধ্যমে হাজার গোলের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন রোনালদো, সে দৌড়ে আরেকটু এগিয়ে গেলেন তিনি। বর্তমানে রোনালদোর ঝুলিতে রয়েছে ৯০২টি গোল। গতকাল আল নাসরের হয়ে অবশিষ্ট গোল দুটি করেছেন সালেম আল নাজদি ও তালিস্কা। এদিকে লা লিগায় গতকাল সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আলভেস। এদিকে বুন্দেসলিগায় গতকাল আউসবার্গের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে মাইনজ।

সৌদি আরবে গোল করে নতুন কোচ স্টেফানো পিওলির অভিষেক রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোলের রাতে আল ইত্তিফাকের মাঠে আল নাসরের জয় ৩-০ গোলে। এই জয়ে আল নাসর বাকি দুই গোল পেয়েছে সালেম আল নাজদি ও তালিসকার কাছ থেকে। ব্যর্থতার দায়ে কদিন আগেই পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোকে ছাঁটাই করে আল নাসর। গুঞ্জন আছে, বাজে পারফরম্যান্সের পাশাপাশি কাস্ত্রোর ওপর আস্থা হারিয়েছেন রোনালদো নিজেও। যে কারণে তাকে সরিয়ে এসি মিলানকে সিরি আ জেতানো পিওলিকে নিয়ে আসে আল নাসর।

আর নতুন দায়িত্ব নিয়ে শুরুটাও দারুণভাবে করলেন ইতালিয়ান এ কোচ। তার অভিষেকের রাতে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন রোনালদো, যেটি এ মৌসুমে প্রো লিগে তার তৃতীয় গোল। আর সব মিলিয়ে জাতীয় দল ও দেশের হয়ে এ মৌসুমে রোনালদোর গোল ৮ ম্যাচে ৭টি। সঙ্গে আছে দুটি অ্যাসিস্টও। কয়েকদিন আগে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার পর এক হাজার গোলকে নিজের প্রাথমিক লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিলেন রোনালদো। ৪০ ছুঁই ছুঁই রোনালদো এই লক্ষ্য শেষ পর্যন্ত পূরণ করতে পারবেন কিনা, তা নিয়েই এখন যত জল্পনা-কল্পনা। গতকালের গোলের পর রোনালদোর গোল এখন ৯০২টি। অর্থাৎ হাজার গোল থেকে ‘সিআরসেভেন’ এখন আর ৯৮ গোল দূরে। যে ছন্দে রোনালদো গোল করে চলেছেন, হাজার গোলের মাইলফলক একেবারে অসম্ভবও নয়।

এদিকে নিজের গোল ও দলের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন রোনালদো। নিজের এবং দলের উদ?যাপনের একাধিক ছবি দিয়ে রোনালদো ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ দলীয় প্রচেষ্টা। আজ (গতকাল) রাতের জয়টি অনেক বড়। এটি ভক্তদের জন্য।’ এদিন গোল করে গ্যালারিতে থাকা ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে উদ্দেশ করে তিন আঙুল দেখিয়েও আলোচনায় এসেছেন রোনালদো। এই ম্যাচের আগে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। আর পরে বাবা রোনালদোও করলেন এক গোল। একই দিনে বাবা-ছেলের করা তিন গোলের কথা মনে করিয়ে দিতেই ছেলের উদ্দেশে রোনালদোর এই আঙুল উঁচিয়ে দেখানো। রোনালদোর এমন কাণ্ডে গ্যালারিতে বসে হাসতে দেখা যায় জুনিয়র রোনালদোকে। গতকালের ম্যাচের আগে ক্লাব আল নাসরের কোচ বদল নিয়ে আলোচনায় এসেছিলেন সিআরসেভেন। গুঞ্জন আছে, সাবেক কোচ কাস্ত্রোর ওপর আস্থা হারিয়েছিলেন রোনালদো। যে কারণে তাকে সরিয়ে নতুন কোচ হিসেবে পিওলিকে নিয়ে আসে আল নাসর।

তবে আল নাসরের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গার দাবি, রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না, অধিনায়ক হিসেবে শুধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাসরের একটি অনুষ্ঠানে ফিয়েঙ্গা বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো আমাদের অধিনায়ক এবং সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। শুধু কৌশলের দিক থেকে নয়, আচরণগত দিক থেকেও। তবে স্পষ্ট করেই বলছি, ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করে না। বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হিসেবে শুধু আমাদের দিকনির্দেশনা দেয় যে আমাদের কোথায় যেতে হবে এবং কোন কোন লক্ষ্যে পৌঁছাতে হবে। সে একজন বিজয়ী এবং আমরাই ওকে বলি, কীভাবে জিততে হয়, তা যেন সে আমাদের শেখায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App