×

খেলা

চেন্নাই টেস্ট

রানপাহাড়ে চড়ে মধ্যাহ্নবিরতিতে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

রানপাহাড়ে চড়ে মধ্যাহ্নবিরতিতে ভারত

ছবি: বিসিবি

   

চেন্নাই টেস্টে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড নিয়েছিল ভারত। এতে কার্যত ম্যাচ থেকেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচ ফিরতে টাইগারদের ম্যাজিক্যাল কিছুই করতে হতো। কিন্তু নুন্যতম লড়াইও করতে পারলো না সফরকারী বোলাররা। উল্টো তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ১২৪ রান তুলেছে ম্যান ইন ব্ল’রা। এতে স্বস্তি নিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছে স্বাগতিক দল।

মধ্যাহ্ন-বিরতির আগপর্যন্ত ৫১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২০৫ রান। লিড বেড়ে ৪৩২ রান। গিল ১৩৭ বলে ৮৬ ও পান্ত ১০৮ বলে ৮২ রানে অপরাজিত। ১৯০ বলে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।

শনিবার (২১ সেপ্টেম্বর) ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সকাল থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন শুভমান গিল এবং ঋষভ পান্ত। প্রথম ঘণ্টাতেই টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে নেন গিল।

অন্যপ্রান্তে পান্তও ফিফটি ছুঁয়ে ফেলেন। ৮৮ বলে হাফ-সেঞ্চুরি করেন উইকেটরক্ষক এই ব্যাটার।

হাফ-সেঞ্চুরি ছোঁয়ার পর আরও হাত খুলে খেলতে শুরু করেন গিল ও পান্ত। প্রতি ওভারেই বাউন্ডারি হাঁকাতে থাকেন তারা। এ সময়ে পান্তের সহজ ক্যাচ ছেড়ে দেন অধিনায়ক শান্ত। ৭২ রানে জীবন পান উইকেটকিপার এই ব্যাটার। শেষমেশ শান্তর ক্যাচ মিসের হতাশা নিয়েই মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ।

এর আগে, শুক্রবার প্রথম ইনিংসে ২২৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পান তাসকিন। অধিনায়ক রোহিতকে তৃতীয় স্লিপে জাকিরের ক্যাচে পরিণত করেন এই পেসার। 

জয়সওয়াল-ও অল্প রানেই প্যাভিলিয়নে ফেরেন। নাহিদের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ১০ রানে ফেরেন এই ওপেনার।

এরপর কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ। তার লেফট আর্ম স্পিনে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে ১৭ রানে ফেরেন কোহলি। শেষ বেলায় আর কোনো বিপদ না হতে দিয়ে দিনের খেলা শেষ করেন গিল ও পান্ত। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৮১ রান।

এর আগে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরুর বিপর্যয় সামলে অশ্বিন-জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে ফলো-অন এড়াতে পারেনি বাংলাদেশ। ম্যান ইন ব্লু’দের আগুন ঝরা বোলিংয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় টাইগাররা।


টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App