৭-১ গোলের জয় নিয়ে আর্জেন্টিনার দারুণ সূচনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

ছবি: সংগৃহীত
ফুটসাল বিশ্বকাপ ২০২৪ এর উত্তেজনাপূর্ণ আসরে দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। উজবেকিস্তানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে তারা পিছিয়ে পড়েও ৭-১ গোলে অবিশ্বাস্যভাবে জয় পেয়েছে।
গত শনিবার রাত ১২টায় তাসখন্দের হুমো অ্যারেনায় মাঠে নামে আর্জেন্টিনা। ইউক্রেনের পেট্রো শোতুরমার গোলের মাধ্যমে ম্যাচের ১৮ মিনিটের মাথায় তারা ১-০ লিড নেয়। কিন্তু এখান থেকেই যেন আর্জেন্টিনার জয়ের অদম্য ইচ্ছা ফুটে ওঠে।
ম্যাচের নায়ক হিসেবে উদ্ভাসিত হন কেভিন আরিয়েত্তা, যিনি ইনজুরির কারণে দলে যুক্ত হয়েছিলেন। তিনি দুর্দান্ত দুই গোল করে ম্যাচের রং পাল্টে দেন। ক্রিশ্চিয়ান বোরুতোও জোড়া গোল করেছেন, আর অ্যালান ব্রান্ডি, মাতিয়াস রোসা এবং লুকাস বোলি অ্যালেমিনো তাদের দলের জয় নিশ্চিত করতে ৩টি গোল করেন।
গ্রুপ ‘সি’ তে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে। আর ২১ সেপ্টেম্বর তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ অ্যাঙ্গোলা।
এদিকে, গ্রুপ ‘সি’ এর আরেক ম্যাচে আফগানিস্তান ও অ্যাঙ্গোলার মধ্যে জমজমাট লড়াই হয়েছে। দুই দলের মাঝে চলা আক্রমণ-পাল্টা আক্রমণ শেষ পর্যন্ত আফগানিস্তানের ৬-৪ গোলের জয় দিয়ে শেষ হয়েছে।
এই ২৪ দলের টুর্নামেন্টে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।
আরো পড়ুন: কিউবার জালে ব্রাজিলের ১০ গোল
আর্জেন্টিনার এই দুর্দান্ত শুরু ফুটবলপ্রেমীদের মনে এক নতুন আশা জাগিয়েছে।