এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি
তুমুল উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচ, ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তানের যেকোনো লড়াই মানেই বাড়তি উত্তেজনা। হোক সেটা ক্রিকেটের ২২ গজ কিংবা হকির অ্যাস্ট্রোটার্ফ! এশিয়ান হকির চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়েও ব্যতিক্রম হলো না। তুমুল উত্তেজনার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ভারত। ২-১ ব্যবধানে জিতেছে হরমনপ্রীত সিংহরা।
এর আগে চীন, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সহজ পেয়েছিল ভারতীয় হকি দল। তবে পাকিস্তানের বিপক্ষে স্নায়ুর চাপ সামলে লড়াই করতে হয় তাদের। টিম ইন্ডিয়াকে চাপে ফেলে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় পাকিস্তান। এর আগে, পঞ্চম মিনিটেও সহজ গোলের সুযোগ পেয়েছিল পাকিস্তান। তবে ভারতীয় হরমনপ্রীতকে পরাস্ত করে এগিয়ে যেতে পারেনি তারা।
পিছিয়ে পড়ে ম্যাচের ১৩তম মিনিটে পর পর দুটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। তবে প্রথমটি থেকে গোল করতে পারেননি গুরজ্যোৎ সিংহ। আর দ্বিতীয়টিতে কোনো ভুল না করে দলকে সমতায় ফেরান ভারত অধিনায়ক।
এরপর আধিপত্য বজায় রাখে ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারের ১৯ মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত। এরপরও গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। এরপর পাকিস্তানকে আর কোনো সুযোগ না দিয়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে ভারতীয় দল। শেষমেশ জয় নিয়েই মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।