×

খেলা

শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম

শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ

বাংলাদেশ-ভুটান ম্যাচ; ছবি: বাফুফে

   

ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের কাছে হেরেছিল ভুটান। এবার দ্বিতীয় ও শেষ ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নিয়েছে স্বাগতিকরা। ম্যাচজুড়ে দুর্দান্ত লড়াই উপহার দেয় বাংলাদেশ। অন্যদিকে ভুটানও বেশ কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি। কিন্তু ম্যাচের শেষদিকে ইনজুরি টাইমের গোলে বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন রুখে দিয়েছে ভুটান। এতে ১-১ সমতায় শেষ হলো সিরিজটি।

রবিবার (৮ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধের প্রথম ২০ মিনিট জুড়ে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। অধিকাংশ সময় বলও নিজেদের দখলে রেখেছিল ভুটান। তবে একাধিক আক্রমণেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। অন্যদিকে ছন্নছড়া ফুটবল উপহার দেয় বাংলাদেশ।

ম্যাচের সপ্তম মিনিটে গোছানো আক্রমণ সাজিয়েছিল স্বাগতিক দল। তবে সে যাত্রায় লাল-সবুজ শিবিরকে বাঁচিয়ে দেন ডিফেন্ডার তপু বর্মন।

ম্যাচের ২০তম মিনিটে ফ্রি কিক থেকে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। ৬ মিনিট পর বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন গেল ম্যাচের নায়ক শেখ মোরসালিন। তবে তা জালের দেখা পাননি।

এরপর ৩৩তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ভুটান। বাংলাদেশের কয়েকজন টপকে বল নিয়ে ডি বক্সে ঢুকেন পড়েন ভুটানের ফরোয়ার্ড। লক্ষ্যে শটও নেন। তবে ঝাঁপিয়ে পড়ে দলকে এ যাত্রায় বাঁচিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা। 

প্রথমার্ধের শেষ মুহূর্তে উন্টার অ্যাটাকে ভালো সুযোগ পেয়েছিল সফরকারীরা। ইমনের দুর্দান্ত শট রুখে দেন ভুটানের গোলরক্ষক। ফিনিশিংয়ের অভাব, রক্ষণের দৃঢ়তায় না পাওয়ার হতাশায় শেষমেশ গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দল দুটি।

বিরতির পর ফাহিমের জায়গায় মাঠে নামেন রাব্বি হোসেন। আর মোরসালিনের জায়গায় জামাল। তবে বাংলাদেশের খেলার ধরনে তেমন কোনো পরিবর্তন আসেনি। এই অর্ধেও বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি বাংলাদেশ।

অন্যদিকে গোল পেতে মরিয়া হয়ে উঠে স্বাগতিক দল। লাল-সবুজের ডিফেন্সকে ব্যস্তও রাখে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না।

এরপর ম্যাচের একদম শেষদিকে ডেড লক ভাঙে ভুটান। বাংলাদেশের ভুলে জয়সূচক গোল পেয়েছে তারা। ইনজুরি টাইমে সতীর্থের হেড থেকে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে ডান পায়ের প্লেসিংয়ে শটে জালে জড়ান ওয়াংচুক কিংগা। এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App