গোলশূন্য সমতায় বিরতিতে বাংলাদেশ-ভুটান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

ছবি: সংগৃহীত
ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেদিন মোরসালিনের একমাত্র গোলটিই ছিল বাংলাদেশের জয়ের ভরসা। এবার দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু এই অর্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। শেষমেশ সমতার স্বস্তি নিয়েই প্রথমার্ধ শেষ করেছে সফরকারীরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরুর একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমে গোছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এরপর বেশ কয়েকবার আক্রমণেও উঠে তারা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
অন্যদিকে সময় নিয়ে ক্রমেই আক্রমণের ধার বাড়ায় স্বাগতিক দল। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডারদের সামনে পেরে উঠেনি তারা।
ম্যাচের ৩৩তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ভুটান। বাংলাদেশের কয়েকজন টপকে বল নিয়ে ডি বক্সে ঢুকেন পড়েন ভুটানের ফরোয়ার্ড। লক্ষ্যে শটও নেন। তবে ঝাঁপিয়ে পড়ে দলকে এ যাত্রায় বাঁচিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে উন্টার অ্যাটাকে ভালো সুযোগ পেয়েছিল সফরকারীরা। ইমনের দুর্দান্ত শট রুখে দেন ভুটানের গোলরক্ষক। শেষপর্যন্ত গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দল দুটি।