কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

ক্য শৈ হ্লা
পদত্যাগ করেছেন কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা। সম্প্রতি দুদকের সাবেক কমিশনার ও সভাপতি মোজাম্মেল হক খানের কাছে পদত্যাগপত্র প্রেরণ করেন তিনি।
এরপর শনিবার রাতে কারাতে ফেডারেশনে আনুষ্ঠানিক সভায় পদত্যাগপত্রটি গৃহীত হয়। একইসঙ্গে যুগ্ম সম্পাদক নয়না চৌধুরিকে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
নয়না সাবেক জুডো খেলোয়াড় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে কর্মরত। জুডো ও কারাতে দুই ফেডারেশনেই যুগ্ম সম্পাদক পদে আছেন তিনি।
এ নিয়ে নয়না বলেন, ‘গতকালের সভাটি ছিল মূলত সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র নিয়েই। ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি পদত্যাগ করেছেন, এমনটি চিঠিতে উল্লেখ করেছেন। সভায় তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পাশাপাশি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনয়ন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদে ফেডারেশন থেকে এই সংক্রান্ত চিঠি প্রদান করা হবে।’
এর আগে দাবা, কাবাডি ও ব্রিজ ফেডারেশনের সভাপতিকে তাদের পদ থেকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ভবিষ্যতে পদত্যাগ কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা আরো ঘটার সম্ভাবনা আছে।