×

খেলা

মেসির জার্সিতে গোল করে যা বললেন দিবালা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

মেসির জার্সিতে গোল করে যা বললেন দিবালা

ছবি: সংগৃহীত

   

কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপার ৪৮তম আসরের শিরোপা উল্লাস করেছিল লিওনেল মেসির দল। তবে এই ম্যাচ শেষেই বড় ধাক্কা খায় আলবিসেলেস্তেরা। ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকেই মাঠের বাইরে আর্জেন্টাইন এই মহাতারকা। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষেও দর্শক হয়ে ছিলেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

এদিকে ২০১০ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই আকাশী-সাদার ১০ নম্বর জার্সি গাঁয়ে জড়িয়ে মাঠ মাতান মেসি। তবে কয়েক ম্যাচে তার সেই জার্সি জড়িয়ে অন্যরা খেলেছেন। এবার চিলির বিপক্ষে পাওলো দিবালার কাছে ছিল সেটা।

ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে ম্যাচের ৭৯তম মিনিটে মাঠে নেমে এই জার্সিতে গোলের দেখাও পেয়েছেন দিবালা। এর আগে, ২১ নম্বর জার্সিতে মাঠ মাতাতেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে মেসির ১০ নম্বর জার্সিতেই যেন নতুন কিছুর আভাস দিলেন তিনি। ম্যাচের ৯১তম মিনিটে গোল করেন দিবালা।

ম্যাচ শেষে দিবালা বলেন, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার (১০ নম্বর জার্সি) প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’

দিবালা আরও বলেন, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না... কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App