পাকিস্তানের পেস তাণ্ডবে দিশেহারা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

ছবি: এপি
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে বৃষ্টির দাপট, দ্বিতীয় দিনে আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানের ব্যাটারদের দিশেহারা করলেন বাংলাদেশের বোলাররা। সেই দাপট জিইয়ে রেখে তৃতীয় দিনের নিয়ন্ত্রণ নেওয়ার কথা ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু দিনের প্রথম সেশনের শুরুতেই মুখ থুবড়ে পড়ল টাইগাররা। পাক বোলারদের তোপে ধ্বংসস্তুপ বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলীয় ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এতে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে বাংলাদেশ। লিটন দাস ১১ ও মেহেদি মিরাজ ২৯ রানে অপরাজিত আছেন।
আগের দিন কোনো উইকেট না হারিয়েই ১০ রান তুলেছিল টাইগাররা। কিন্তু ১০ রানের সঙ্গে কেবল ৪ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার জাকির হাসান। এর আগে একবার জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি।
এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কথা ছিল আরেক ওপেনার সাদমান ইসলামের। তবে খুররম শাহজাদের দুর্দান্ত এক ডেলিভারিতে ক্লিনড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলানোর আগেই টাইগার অধিনায়ক শান্তও বোল্ড। টপ-অর্ডারের তিন ব্যাটারকেই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন শেহজাদ।
এরপর চারে নামা মুমিনুল কিছু বুঝে ওঠার আগেই মির হামজার বলে মোহাম্মদ আলির হাতে ক্যাচ তোলে দেন। তার ফুল-লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন সাবেক এই টেস্ট অধিনায়ক। মাত্র ১ রানে ফেরেন তিনি। এতে ১৪ থেকে ২০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে লাল-সবুজেরা।
আগের ম্যাচে ১৯১ রানের সুবাদে ম্যাচসেরা মুশফিক দলীয় বিপর্যয়ের দিনে ন্যূনতম লড়াইও করতে পারেননি। মির হামজার করা ব্যাক অব লেংথ ডেলিভারিতে উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশি।
লাল-সবুজের ইনিংসে সর্বশেষ আউট হন সাকিব। সাকিবকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খুররাম। ১০ বলে ২ রান করে সাকিব আউট ২৬ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।
৬ উইকেটের ৪টিই নেন শেহজাদ। বাকি দুটি উইকেট হামজার।