সাদা পোশাকে বিশ্রামে রশিদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

রশিদ খান
তিন ফরম্যাটেই দলের অন্যতম সেরা তারকা রশিদ। ২০২১ সালের মার্চের পর আর টেস্ট খেলেননি এই লেগ স্পিনার। এখন পর্যন্ত পাঁচ টেস্টের ৯ ইনিংসে ৩৪ উইকেট শিকার করেছেন রশিদ। বল হাতে চারবার নিয়েছেন ৫ উইকেট। এমন পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছে তার শূন্যতা ভোগাবে আফগান দলকে। ধারণা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে এই সংস্করণে ফিরবেন রশিদ।
কিন্তু সেপ্টেম্বর দূরে থাক, নভেম্বরেও টেস্ট খেলার মতো অবস্থায় থাকবেন না এই তারকা লেগ স্পিনার। এমনকি ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্টে তার খেলা নিয়েও সংশয় আছে। গতকাল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আরো অন্তত তিন মাস রশিদকে টেস্টে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি রশিদের টেস্ট দলে না থাকা নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন আফগানিস্তান দলের মিডিয়া ম্যানেজার নাসির খান। তিনি জানিয়েছেন, চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগপর্যন্ত রশিদ টেস্ট না খেলতে পারবেন না। তবে সীমিত ওভারের ক্রিকেটে তার খেলতে কোনো বাধা নেই।
নাসির বলেছেন, ‘সে (রাশিদ) আপাতত টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছে। অনেকদিন ধরে তার একটি চোটের সমস্যা রয়েছে। তাই চিকিৎসকরা আপাতত তাকে টেস্ট ক্রিকেট না খেলার পরামর্শ দিয়েছে।
রশিদের এই বিরতি কত দিনের? সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানতে পারেননি তিনি। তার ভাষ্য, ‘আমরা জানি না, তার অনুপস্থিতির মেয়াদ এক বছরের জন্য কিনা। এখন পর্যন্ত নিশ্চিত হলো, সে কিছু সময়ের জন্য বাইরে থাকবে, যতদিন না পুরোপুরি সুস্থ হয়ে উঠে। এখনই বলতে পারব না, ঠিক কত দিনের জন্য সে বাইরে।’