শেখ হাসিনার সঙ্গে তাকসিম, ফেরদৌস, পাপন ও সুমনসহ আসামি ৫৯

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৬:০৪ পিএম

শেখ হাসিনা-তাকসিম-ফেরদৌস-পাপন
রাজধানীর মুগদায় আবদুল বাছেদ শামীম নামে এক আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, নায়ক ফেরদৌস, ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম আহমেদ খান, ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ৫৯ জনের নামে মামলা করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) আবদুল বাছেদ শামীম নিজেই বাদী হয়ে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলাটি করেন। পরে মুগদা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।
মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন- ওবায়দুল কাদের, শেখ সেলিম, আসাদুজ্জামান খান কামাল, মাহাবুবুল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, বিপ্লব বড়ুয়া, আবদুস সোবহান গোলাপ, মোহাম্মদ আলী আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, শেখ ফজলে শামস পরশ, মাঈনুল হোসেন খান নিখিল, কাজী সালাউদ্দিন, পুলিশের চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, ছাত্রলীগের সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, মাজহারুল কবীর শয়ন ও তানভীর হাসান সৈকত।
জানা গেছে, গত ১৮ জুলাই আদালতের কার্যক্রম শেষে বাসায় ফিরছিলেন শামীম। পরে মানিকনগর পৌঁছালে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর গুলি বর্ষণ করেন। এতে আবদুল বাছেদ গুলিবিদ্ধ হন।