৬ অভিযোগে সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৫:৩৫ পিএম
সাকিব আল হাসান
সাকিব আল হাসানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততাসহ ৬ অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন একজন আইনজীবী। বুধবার (২৮ আগস্ট) দুদকে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী।
আবেদনে সাকিবের বিরুদ্ধে নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়ার প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, শেয়ারবাজার কেলেঙ্কারি, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, ক্রিকেট খেলায় দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনেছেন তিনি।
এদিকে বর্তমানে জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছেন সাকিব। দলকে রাওয়ালপিন্ডি টেস্ট জেতাতে বড় ভূমিকাও রাখেন সাবেক এই দলপতি।
অন্যদিকে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার অন্যতম আসামি তিনি। জাতীয় দল থেকে তাকে বাদ দিতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে সাকিবকে দেশে ফিরিয়ে আনতেও বলা হয়েছে নোটিশে।
এর আগে, গার্মেন্টসকর্মী রুবেলের বাবা বাদী হয়ে মামলাটি করেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, ব্যারিস্টার সুমন, নায়ক ফেরদৌসসহ ১৬৫ জন আসামি। এই মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।