সাকিবের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০২:৪০ পিএম

সাকিব আল হাসান ও ড. আসিফ নজরুল
গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান। গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ঢাকার আদাবর থানায় মামলাটি করেন। মামলায় মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। এরপর থেকেই আলোচনায় দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।
এদিকে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতেও বলা হয় নোটিশে।
এবার সাকিবকে গ্রেপ্তারের বিষয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আশা করি, সাকিব গ্রেপ্তার হবেন না।
তিনি বলেন, সাকিব তো আর বাংলাদেশের রাজনীতিতে কিছু বয়ে আনেনি। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ জাতীয় দলের জন্য পুরস্কার বয়ে এনেছে। সে জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন। আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে।
আসিফ নজরুল বলেন, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেয়া হবে, যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।
এর আগে, গার্মেন্টসকর্মী রুবেলের বাবা বাদী হয়ে মামলাটি করেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, ব্যারিস্টার সুমন, নায়ক ফেরদৌসসহ ১৬৫ জন আসামি। এই মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।