×

খেলা

জুভেন্টাসের টানা দ্বিতীয় জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুভেন্টাসের টানা দ্বিতীয় জয়

ছবি: সংগৃহীত

   

সিরি আ লিগে গতকাল মৌসুমে টানা দ্বিতীয় ম্যাচে ভেরোনার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে জুভেন্টাস এফসি। ইতালির ক্লাবটির হয়ে গতকাল গোল করেছেন তারকা ফরোয়ার্ড ডুসান ভøাহোভিচ। এছাড়া একটি গোল এসেছে ফরোয়ার্ড নিকোলো সাভোনার কাছ থেকে। মৌসুমের শুরুর দুটি ম্যাচেই জয় দিয়ে রাঙিয়েছে জুভেন্টাস। এর আগে গত ২০ আগস্ট নিজেদের ১ম ম্যাচে কোমোর বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে মৌসুম শুরু করেছিল ইতালির ক্লাবটি। এদিকে ফিওরেন্টিনায় খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। ৩৩ মিলিয়ন ইউরোতে গঞ্জালেজ জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী রবিবার রোমার বিপক্ষে জুভেন্টাসের হয়ে অভিষেক হতে চলেছে গঞ্জালেজের। এদিকে লিগের অপর ম্যাচে রোমা এফসির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইম্পলি।

ডুসান ভøাহোভিচের জোড়া গোলে ভেরোনাকে ৩-০ ব্যবধানে পরাজিত করে সিরি আ লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে জুভেন্টাস। থিয়াগো মোত্তার দল কোমোর বিরুদ্ধে ৩-০ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছিল। একমাত্র দল হিসেবে দুই ম্যাচে এখন পর্যন্ত শতভাগ জয় দিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তুরিনের জায়ান্টরা। ২০১৯-২০ মৌসুমের পর প্রথমবারের মতো সিরি আ লিগ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে জুভেন্টাস। মে মাসে ইতালিয়ান কাপ ফাইনালের পর মাসিমিলিয়ান আলেগ্রি বরখাস্ত হলে তার স্থানে মোত্তা দায়িত্ব গ্রহণ করেন। গত মৌসুমে জুভেন্টাস সিরি আ লিগে তৃতীয় স্থান পেয়েছিল। যদিও গত চার বছরে এটাই তাদের সেরা সাফল্য।

২৮ মিনিটে ভøাহোভিচ জুভদের এগিয়ে দেন। ২১ বছর বয়সি ডিফেন্ডার নিকোলো সাভোনা প্রথমবারের মতো পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। স্যামুয়েল এমবানগুলার ক্রসে ৩৯ মিনিট ব্যবধান দ্বিগুণ করেন সাভোনা। বেলজিয়ান এমবানগুলা যুবদল থেকে আসার পর এ নিয়ে সিনিয়র দলের হয়ে দুই ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করেছেন। দ্বিতীয়ার্ধ শুরুর আট মিনিটের মধ্যে পেনাল্টি থেকে ভøাহোভিচ তার দ্বিতীয় গোল করেছেন। ম্যাচ শেষে নতুন বস মোত্তা সম্পর্কে ভøাহোভিচ বলেছেন, ‘আমাদের আগ্রাসি মনোভাবের সঙ্গে সে মানিয়ে নিয়েছে এবং সেভাবেই সে কাজ করছে। আমরা সবাই মেনে নিয়েছি। সবাই যদি সঠিক মানসিকতা নিয়ে খেলতে পারি তবে সবকিছুই সহজ হয়ে যাবে। আমরা একে অপরের জন্য খেলে থাকি। কিন্তু সেই সঙ্গে কৌশলগত কিছু পরিবর্তনও মাঝে মাঝে করতে হয়। আমরা সবাই সে সম্পর্কে অবগত আছি’। আগামী রবিবার জুভেন্টাস পরবর্তী ম্যাচে রোমার মুখোমুখি হবে। মৌসুমে তৃতীয় ম্যাচেই জুভেন্টাস বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।

এর আগে ফিওরেন্টিনায় খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। ৩৩ মিলিয়ন ইউরোতে গঞ্জালেজ জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মাধ্যমে নতুন কোচ থিয়াগো মোত্তার অধীনে দল শক্তিশালী করার প্রয়াস অব্যাহত রেখেছে তুরিনের জায়ান্টরা।

এক বিবৃৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকে বলা হয়েছে, আর্জেন্টিনার উইঙ্গার গঞ্জালেজ এক বছরের ধারে আট মিলিয়ন ইউরো মূল বেতনের সঙ্গে বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে মোট ৩৩ মিলিয়ণ ইউরোতে চুক্তিবদ্ধ হয়েছেন। ফিওরেন্টিনাতে তিন বছর কাটানোর পর ২৬ বছর বয়সি গঞ্জালেজ দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন। গত দুই ইউরোপা কনফারেন্স লিগ ও ২০২৩ ইতালিয়ান কাপে রানার্সআপ হয়েছিল ফিওরেন্টিনা। আর্জেন্টিনার হয়ে ৩৯ ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন গঞ্জালেজ। গত দুই কোপা আমেরিকা শিরোপা জয়ে তিনি আলবিসেলেস্তের হয়ে অনবদ্য ভূমিকা রেখেছেন। আগামী রবিবার রোমার বিপক্ষে তার জুভেন্টাসের জার্সিতে অভিষেক হতে পারে। এই সময়ের মধ্যে জুভেন্টাস পোর্তোর থেকে এক বছরের ধারে ৯ মিলিয়ন ইউরোতে ফ্রান্সিসকো কনকেইকাওকে দলে নিতে পারে। এবারের গ্রীষ্মে ইতোমধ্যেই জুভেন্টাস দলে ভিড়িয়েছে ডগলাস লুইজ ও খেপরেন থুরামকে।

এর আগে দিনের শুরুতে পিছিয়ে পড়েও এসি মিলানের সাবেক ফরোয়ার্ড প্যাট্রিক কার্টোনসের দ্বিতীয়ার্ধের গোলে কালিয়ারির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে কোমো। এর মাধ্যমে ২০০৩ সালের পর সিরি আ লিগে প্রথম পয়েন্ট সংগ্রহ করেছে কোমো। ম্যাচ শেষে কোমো কোচ সেস ফ্যাব্রেগাস বলেছেন, ‘আমি সত্যিই খুশি। কারণ এখানে খেলা সত্যিই কঠিন। একই সঙ্গে আমাদের আরো উন্নতি করতে হবে। যত দ্রুত সম্ভব সিরি আ’র গতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App