ঢাকায় বসুন্ধরা কিংসের নতুন কোচ তিতা

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
কাগজ প্রতিবেদক : দেশের ঘরোয়া ফুটবলে কিংসের ঝুলি সাফল্যে ভরপুর। এই সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন অস্কার ব্রুজোন। টানা ছয় মৌসুম দলকে ঘরোয়া ফুটবলে সেরা সাফল্য এনে দিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। তবে গত ৪ জুলাই তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় কিংস। এর এক সপ্তাহের মাথায়ই নতুন কোচ নিয়োগ দিয়ে দেয় ক্লাবটি। মূলত আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের খোঁজেই কোচ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন কিংস কর্তারা। স্প্যানিশ অস্কার ব্রুজনকে বিদায় করে ২০২৪-২৫ ফুটবল মৌসুমের জন্য নিয়োগ দেয়া বসুন্ধরা কিংসের নতুন কোচ রোমানিয়ার ভ্যালেরি তিতা গতকাল ঢাকায় পৌঁছেছেন। নতুন কোচকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
গত মৌসুম শেষ হওয়ার পর নতুন কোচ নিয়োগ দিয়েছে ছয়বারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে কিংস দুর্দান্ত দাপট দেখালেও আন্তর্জাতিক আসরে ভালো করতে পারছিল না। এছাড়া টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তার সঙ্গে দূরত্বও তৈরি হয়েছিল অস্কারের। তাই সম্পর্ক ছিন্ন হয়েছে কিংস ও স্প্যানিশ কোচের।
নতুন কোচ রোমানিয়ার ৫৮ বছর বয়সি ভ্যালেরি তিতা। কোচিং ক্যারিয়ারের পুরোটা সময়ই কাটিয়েছেন এশিয়ায়। দুই মেয়াদে সিরিয়ার জাতীয় দলের কোচ ছিলেন তিনি।
২০০৭ সালে কোচিং পেশায় নাম লেখানোর পর কেবল এক বছর দায়িত্ব পালন করেছেন নিজ দেশের একটি ক্লাবে। বাকি সময় তিনি দায়িত্ব পালন করেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্লাবে।
২০১০-১১ ও ২০২১-২২ মেয়াদে সিরিয়া জাতীয় দলের কোচ ছিলেন।
ক্লাব কোচিংয়ে তিতার অভিজ্ঞতা দীর্ঘদিনের। ১৯৮২ সাল থেকেই কোচিং এর সঙ্গে যুক্ত তিনি। আছে কোচিংয়ের উয়েফা প্রো লাইসেন্স। তিনি একাধিকবার সিরিয়া জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ কাজ করেছেন সৌদি আরবের দ্বিতীয় স্তরে লিগের ক্লাব আল আইন এফসিতে।
কোচ হিসেবে এএফসি কাপও জিতেছেন তিতা। ২০১০ সালে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ এসসি আলেপ্পোর হয়ে এশীয় ক্লাব প্রতিযোগিতায় শিরোপা জেতেন তিনি। এছাড়া ইরাক, সিরিয়া, লেবানন, সৌদি আরব, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পেশাদার লিগে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারে অভিজ্ঞতার ঝুলিটা বেশ বড় তার।
কোচের অপেক্ষায় না থেকে কিংস প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছে অবশ্য এর মধ্যেই। তিতাকে আজ থেকেই দেখা যেতে পারে মাঠে। গতকাল তিতার সঙ্গে সেট পিস কোচ ডোরেল স্টয়কাও যোগ দিয়েছেন।
নতুন মৌসুমে নতুন দুজন বিদেশি খেলোয়াড়কেও নিয়েছে দলটি।
ফরাসি স্ট্রাইকার জাহেদ ক্যাজা ও নাইজেরিয়ান ডিফেন্ডার ইসাইয়া এজে যোগ দেবেন ৫ ও ৮ সেপ্টেম্বর জাতীয় দলের আন্তর্জাতিক সূচির শেষে।