জয় দিয়ে সিরিজ শুরু ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৪:১৩ পিএম

ছবি: সংগৃহীত
নিকোলাস পুরানের বিধ্বংসী ইনিংসে ভর করে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল। ২৬ বলে অপরাজিত ৬৫ রান করেন পুরান।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের তোপে দলীয় পঞ্চাশ পেরোনোর আগেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। একে একে ফেরেন রায়ান রিকেলটন (৪), রেজা হেনড্রিক্স (৪), এইডেন মার্করাম (১৪), রাসি ভ্যান ডার ডুসেন (৫) এবং ডোনোভ্যান ফেরেইরা (৮)।
এরপর প্যাট্রিক ক্রুগার ও বির্জন ফরটুইনের সঙ্গে জুটি গড়েন ট্রিস্টান স্টাবস। ষষ্ঠ উইকেট জুটিতে ক্রুগারের সঙ্গে ৫০ বলে ৭১ এবং সপ্তম উইকেট জুটিতে ফরটুইনকে নিয়ে ২৫ বলে ৬০ রান যোগ করেন এই ব্যাটার। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। আর ৮ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৭৬ রান থামেন স্টাবস।
ক্যারিবিয়ানদের হয়ে ফোর্ড ২৭ রানে তিনটি এবং জোসেফ ৪০ রানে দুটি উইকেট নেন।
জবাবে দারুণ সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের অষ্টম ওভারেই ৮৪ রান তুলে ফেলেন ওপেনার অ্যালিক আথানাজে ও শাই হোপ। এরপর ২ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৪০ রান করে বার্টম্যানের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন আথানাজে।
দ্বিতীয় উইকেট জুটিতে ৩৩ বলে ৫৪ রান যোগ করে স্বাগতিকদের জয়ের পথ সহজ করেন হোপ ও পুরান। তবে ২ চার ও ৩ ছক্কায় ব্যক্তিগত ৫১ রানে বার্টম্যানের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন হোপ।
হোপ ফেরার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক পূর্ণ করেন পুরান। পুরানের দ্রুততম হাফ-সেঞ্চুরি এটি। এরপর ইনিংসের ১৮তম ওভারেই ক্যারিবিয়ানদের জয় নিশ্চিত হয়। ২ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারিতে ২৬ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন পুরান।