দ্বিতীয় সেশনে জুটি ভাঙার স্বস্তি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৪:২৫ পিএম

ছবি: এএফপি
রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনে উইটেকশূন্য ছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেশনে কেবল সৌদ শাকিলের উইকেট নিতে পেরেছে লাল-সবুজেরা। শেষপর্যন্ত এই সেশনে ২৮ ওভারে ১ উইকেটে ১১১ রান তুলে চা বিরতিতে গেছে দ্য গ্রিন ম্যানরা।
চা বিরতির আগে স্বাগতিকদের সংগ্রহ ৯৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬৭ রান। ১৩৪ রানে রিজওয়ান ও অন্যপ্রান্তে ৭ রানে অপরাজিত আগা সালমান।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে সাবলীল ব্যাটিংয়ে দলীয় পুঁজি বাড়াতে থাকেন শাকিল ও রিজওয়ান। প্রথম সেশনেই ফিফটি ছুঁয়ে ফেলেন রিজওয়ান। টাইগার বোলারদের সুযোগ দিয়ে দলকে কোনো রকম বিপদে পড়তে দেননি। তবে দ্বিতীয় সেশনের শেষদিকে প্যাভিলিয়নে ফেরেন সৌদ শাকিল।
মিরাজের অফ-স্টাম্পের বাইরে ঝুলানো বল সামনে বাড়িয়ে খেলতে চেয়েছিলেন এই ব্যাটার। কিন্তু পরাস্থ হন মিরাজের টার্নে। বাকিটা কাজটা সহজেই সারেন উইকেটকিপার লিটন দাস। এতে ভাঙে শাকিল-রিজওয়ানের ২৪০ রানের অনবদ্য জুটি। ৯ চারের মারে ২৬১ বল মোকাবিলায় ১৪১ রানে সাজঘরে ফেরেন শাকিল।
এর আগে, চতুর্থ উইকেটে ১৯২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলীয় তিন শ পার করেন শাকিল ও রিজওয়ান।
৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিক দল। দেখে-শুনেই খেলেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার। এরপর উইকেটে থিতু হয়ে সাবলীল ব্যাটিং করতে থাকেন। তাদের কোনো বাংলাদেশি বোলারই চ্যালেঞ্জ জানাতে পারেননি।
এরপর উইকেটে থিতু হয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন শাকিল। এটি তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। শাকিলের আগেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
এর আগে, বৃষ্টি বাগড়ায় বিলম্বে শুরু হওয়া রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।
এদিন শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ১৬ রানে ৩ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। এরপর খাঁদের কিনারা থেকে দলকে পথ দেখান সৌদ শাকিল-সায়েম জুটি। রানের চাকা সচল রেখে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সায়েম। তবে দলীয় ১১৪ রানে তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন হাসান। এতে ভাঙে তাদের ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি।
শেষবেলায় ক্রিজে এসেছিলেন মোহাম্মদ রিজওয়ান। উইকেটকিপার এই ব্যাটারকে সঙ্গে নিয়েই লড়াই চালিয়ে যান শাকিল। ৮২ বলে ফিফটিও পূর্ণ করেন। শেষপর্যন্ত ১৫৮ রানে প্রথমদিন শেষ করে পাকিস্তান।