×

খেলা

পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১১:২৫ এএম

পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন

ছবি : সংগৃহীত

   

অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। প্রায় এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন।

বুধবার (২১ আগস্ট) বিসিবির জরুরি সভা থেকে এলো এই সিদ্ধান্ত। তবে আগেই জানা গিয়েছিল, এই সভা থেকেই সরে দাঁড়াবেন পাপন। আর বৈঠিক শুরুর ৩০ মিনিটের মধ্যেই এলো সেই সংবাদ। এখন কেবল নতুন সভাপতির জন্য অপেক্ষা।

এদিকে গুঞ্জন আছে, সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদই পরবর্তী সভাপতি হচ্ছেন। তিনিও জরুরি সভায় যোগ দিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া এই সভায় নাজমুল আবেদিন ফাহিমও রয়েছেন।

২০১২ সাল থেকেই বোর্ডের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন পাপন। তার সময়ে বেশকিছু উল্লেখযোগ্য অর্জনও পেয়েছে বাংলাদেশ। তবে নিজের মেয়াদের শেষদিকে দ্বিতীয়বারের মতো প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নিয়োগ, বোর্ডের কর্তাদের মধ্যে অন্তঃকলহে পরিবেশ কিছুটা ভিন্নখাতে প্রবাহিত হয়েছিল।

২০১৩ সালের পর ২০১৭ ও ২০২১ সালে টানা তিন মেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৩ সালে এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পাপন। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গত দুই নির্বাচনে আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক পালাবদলে পাপনের সরে যাওয়া বিষয়টি ব্যাপক আকারের গুঞ্জনে রূপ নেয়। টানা তিন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি । সবশেষ ক্রীড়ামন্ত্রীও হয়েছিলেন। জানা গেছে, বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন পাপন।

এদিকে বিসিবির জরুরি সভায় কাজী ইনাম, মাহবুব আনামকেও দেখা গেছে। আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেখার আহমেদ মিঠু, পরিচালকদের মধ্যে আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন এবং সালাউদ্দিন চৌধুরিও বৈঠকে যোগ দিয়েছেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App