জয়ে শুরু বায়ার্ন-পিএসজির

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
কোচ হিসেবে প্রথমবারের মতো বায়ার্ন মিউনিখের ডাগআউটে দাঁড়িয়েছিলেন ভিনসেন্ট কোম্পানি। জার্মান বুন্দেসলিগার ক্লাবটিতে এসে প্রথম পরীক্ষায় সফলতার সঙ্গেই উত্তীর্ণ হয়েছেন বেলজিয়ান এই কোচ। কোচ ভিনসেন্টের অভিষেকের দিনে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন। জার্মান কাপের প্রথম রাউন্ডের খেলায় দ্বিতীয় শ্রেণির ক্লাব উলমের বিপক্ষে এই জয় পায় দ্য বেভারিয়ানরা। জোড়া গোল করেন টমাস মুলার। দীর্ঘদিন দলের আক্রমণভাগের নেতৃত্ব দেয়া কিলিয়ান এমবাপ্পে এই গ্রীষ্মে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। তবে ফরাসি ফরোয়ার্ডের অনুপস্থিতিতে জয় দিয়ে লিগ শুরু করেছে পিএসজি।
গতকাল ফরাসি লিগ ওয়ানের ম্যাচে প্যারিসিয়ানরা ৪-১ গোলে হারিয়েছে লা হাভরেকে। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ১-১ সমতা বিরাজ করছিল। তবে পরের ৬ মিনিটে ৩ গোল করে বড় জয় ছিনিয়ে নেয় প্যারিসের ক্লাবটি।
অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজের অভিষেক ম্যাচেই জয় এনে দিয়েছেন জসুয়া জার্কজি। ২৩ বছর বছর বয়সি এই ডাচ ফরোয়ার্ড কাল ফুলহামের বিপক্ষে মাঠে নামেন বদলি হিসেবে। ম্যাচের শেষ দিকে ইউনাইটেড যখন পয়েন্ট হারানোর শঙ্কায়, তখনই দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন জার্কজি। তার এই গোলই লিগে শুভসূচনা এনে দিয়েছে ইউনাইটেডকে। ফুলহামের বিপক্ষে ইউনাইটেড জিতেছে ১-০ গোলে।
ওল্ড ট্রাফোর্ডে গোলের লক্ষ্যে ৮৭ মিনিটে আক্রমণটা শুরু হয়েছিল জার্কজির পা থেকেই। ডানপ্রান্তে বল বাড়িয়ে তিনি ঢুকে পড়েন ডি-বক্সে। এরপর সেই বল তার উদ্দেশ্যে ক্রস করে বক্সে পাঠান আলেহান্দ্রো গারনাচো। বুদ্ধিদীপ্ত এক শটে বল জালে জড়িয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন এই ফরোয়ার্ড।
গত মাসে ৪ কোটি ৭০ লাখ ডলারে বোলোনিয়া থেকে ইউনাইটেডে এসেছেন জার্কজি। দলের প্রথম ম্যাচের আগে পুরোপুরি ম্যাচ ফিটনেসও ছিল না তার। যদিও তা দলকে গোল এনে দেয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে জার্কজি বলেছেন, ‘ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচেই গোল এবং জয় পাওয়া, এর চেয়ে ভালো কিছু হতে পারত না। আমাকে বলা হয়েছিল এখানে (ওল্ড ট্রাফোর্ড) গোল পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে সেরা অনুভূতি। আমি ভাগ্যবান যে প্রথম ম্যাচেই সে অভিজ্ঞতা লাভ করেছি। এই অনুভূতি দুর্দান্ত।’
টানা ৭ মৌসুম প্যারিসে কাটানো এমবাপ্পে বিদায় নেয়ায় গতকাল বেশ চ্যালেঞ্জের মুখেই পড়েছিল পিএসজি। তবে শুরুটা জয় দিয়ে হওয়ায় স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে তারা। ম্যাচের প্রথম গোলটিও করেছিল লুইস এনরিকের দল। তৃতীয় মিনিটে কাং-ইন লি গোল করে পিএসজিকে এগিয়ে দেন।
৪৮তম মিনিটে গোল শোধ করে লা হাভরে। গাতিয়ের লরিসের করা ওই গোলে ড্রয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল তারা। কিন্তু পিএসজির তিন বদলি খেলোয়াড় উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্দাল কোলো মুয়ানি গোল করে দৃশ্যপট বদলে দেন। পিএসজিতে ২০১৭ সাল থেকে গত মৌসুমের শেষ পর্যন্ত দেখা গিয়েছিল এমবাপ্পে-রাজের। কিন্তু শৈশবের স্বপ্ন পূরণে দীর্ঘ এক লড়াইয়ের পর এবারের দলবদলে রিয়াল মাদ্রিদ চলে যান এই ফরাসি তারকা।
তবে মৌসুমে পিএসজির প্রথম ম্যাচে না থেকেও যেন ছিলেন এমবাপ্পে। বিশেষ করে তাকে ছাড়া নতুন যুগের শুরুটা পিএসজি কীভাবে করে, সেদিকেই ছিল সবার দৃষ্টি।
সেই চ্যালেঞ্জের শুরুটা ভালোভাবেই করল তারা। মাঠ ছেড়েছে বড় জয় নিয়ে।