×

খেলা

কাজী সালাউদ্দিন ও কিরণের পদত্যাগ দাবিতে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাজী সালাউদ্দিন ও কিরণের পদত্যাগ দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবি উঠছে বেশ কয়দিন ধরেই। তাদের পদত্যাগ চেয়ে মানববন্ধন করে বাংলাদেশের ফুটবলের সমর্থকগোষ্ঠী ‘বাংলাদেশি ফুটবল আল্ট্রাস’। এরপর তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠন। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন সাবেক ও বর্তমান নারী ফুটবলাররা।

সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা। দেশের নারী ফুটবলের যাত্রা তার হাত ধরেই। ডালিয়া আক্তার নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড়। ডালিয়া এখন সংগঠকও। দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত দুই মুখ তারা।

গতকাল ডানা ও ডালিয়ার নেতৃত্বে সাবেক নারী ফুটবলাররা মতিঝিলের বাফুফে ভবনের সামনে অবস্থান নিয়ে পদত্যাগ দাবি করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণের।

তারা এই দুজনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ তুলে দেশের নারী ফুটবলের উন্নয়নের স্বার্থে অবিলম্বে বাফুফে ছাড়তে বলেছেন।

মতিঝিলের বাফুফে ভবনের চতুর্থ তলায় নারী ফুটবলারদের ক্যাম্প। এই ক্যাম্পকে বন্দিশালা হিসেবে উল্লেখ করেছেন সাবেক ফুটবলার ডালিয়া। তার অভিযোগ মেয়েদের কোনো কথা বলার স্বাধীনতা নেই, কোনো দাবিদাওয়া প্রকাশের স্বাধীনতা নেই।

তিনি বলেছেন, ‘বাফুফে ভবনের চারতলায় মেয়েদের রাখা হয়েছে, এটা যেন বন্দিশালা। মেয়েরা কী খাচ্ছে, জানতে দেয়া হয় না। মেয়েদের কথা বলতে দেয়া হয় না।’

‘সালাহউদ্দিন-কিরণের পদত্যাগের এক দফা’ লেখা ব্যানার নিয়ে তারা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের অভিযোগ, ‘তারা (সালাউদ্দিন-কিরণ) বাফুফেতে একনায়কতন্ত্র কায়েম করেছেন। পদ আঁকড়ে ধরে আছেন। অবিলম্বে তাদের বিদায় নিতে হবে। এবার সময় এসেছে, যোগ্যদের সুযোগ দিতে হবে।’

ডানা বলেন, ‘ফুটবল ফেডারেশন যেন সালাউদ্দিন-কিরণের ফেডারেশন। এটাকে তারা নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছেন। উনি (সালাউদ্দিন) নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করেননি। বাফুফেতে রাজনীতিকরণ হয়েছে। দুর্নীতি হয়েছে। বাফুফের নির্বাচনে যারা কাউন্সিলর হয়েছেন, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যারা পালিয়ে বেড়ায়, তারা যেন ক্রীড়াঙ্গনে না আসে। আমরা ফুটবলের বৃহত্তর স্বার্থে পরিবর্তন চাই। আমরা আশা করব বাফুফেকে ঢেলে সাজানো হবে। দুর্নীতিমুক্তভাবে দেশের ফুটবল এগিয়ে যাবে এটাই আমাদের চাওয়া।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App