×

খেলা

ভারত অলিম্পিক আয়োজনে আগ্রহী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারত অলিম্পিক আয়োজনে আগ্রহী

ছবি: সংগৃহীত

   

কদিন আগেই প্যারিসে পর্দা নেমেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক। পরের দুই আসরের আয়োজকও ঠিক। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের পরের আসর হবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে। এরপর ২০৩২ আসর হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ব্রিজবেনে। কিন্তু এরপরের আসর হবে কোথায়? সেটি এখনো ঠিক হয়নি।

বিশাল জনগোষ্ঠীর তুলনায় অলিম্পিকের মতো আসরে ভারতের অর্জন সামান্যই। যেখানে এশিয়ার পরাশক্তি চীন যৌথভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বোচ্চ ৪০টি সোনা জিতেছে, সেখানে ভারতের ঝুলিতে নেই একটিও।

প্যারিস অলিম্পিকে ভারত পেয়েছে মোট ৬টি পদক, যার মধ্যে পাঁচটিই ব্রোঞ্জ, একটি রূপা। গতবারের টোকিও অলিম্পিকের তুলনায়ও এবার একটি পদক কম পেয়েছে ১৪০ কোটি জনসংখ্যার দেশটি।

তবে ভারতের স্বপ্ন এবার আরো বড়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৮তম স্বাধীনতা দিবসের দিন ঘোষণা দিয়েছেন, ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায়।

মোদি জানিয়েছেন, ২০৩৬ অলিম্পিকের জন্য তৈরি হচ্ছে ভারত। জি-২০সহ একাধিক বড় ইভেন্ট আয়োজন করে তারা দেখিয়ে দিয়েছে, সব রকমের মেগা ইভেন্ট আয়োজনের ক্ষমতা রয়েছে ভারতের।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লিতে উপস্থিত ছিলেন অলিম্পিকে এবার ভারতের পদকজয়ীরা। তাদের সামনেই নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের সঙ্গে রয়েছে অলিম্পিকে ভারতকে গর্বিত করা খেলোয়াড়রা। আমি দেশের সব ক্রীড়াবিদকে ১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আর কয়েকদিনের মধ্যে প্যারালিম্পিক্সে ভারতের বড় একটা দল অংশগ্রহণ করতে যাবে, আমি তাদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি’।

মোদি আরো যোগ করেন, ‘ভারতে জি-২০ সামিট আয়োজিত হয়েছে, অনেক রাজ্যই তা আয়োজন করেছে। ২০০টি ইভেন্টের আয়োজন করেছে ভারত। গোটা বিশ্বে এর আগে কখনো এত বড় আকারে জি-২০ হয়নি, যেটা এবারে হয়েছে। এটা একটা বিষয় প্রমাণ করে দিয়েছে যে, ভারতের অনেক বড় বড় ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে। যে কোনো বিষয়ে আপ্যায়ন করার বিষয়ে ভারত সব সময় এগিয়ে রয়েছে। ভারতের স্বপ্ন ২০৩৬ অলিম্পিক দেশের মাটিতে হোক, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি’।

ভারতের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ২০১০ সালের কমনওয়েলথ গেমস। দিল্লিতে আয়োজিত সেই গেমসে ৭৭টি দেশের চার হাজারের বেশি ক্রীড়াবিদ ২৭২টি ইভেন্টে অংশ নেন। এর আগে দিল্লিতে ১৯৮২ সালে অনুষ্ঠিত হয় ৩৩ দেশের এশিয়ান গেমস। বিভিন্ন খেলার মিশেলে গেমস আয়োজনের বাইরে ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App