পরের ম্যাচেও মেসিকে পাচ্ছে না মায়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৪:০৪ পিএম

ছবি: সংগৃহীত
মেজর লিগ সকারের (এমএলএস) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর বিপক্ষে লিগ কাপের নকআউট ম্যাচেও খেলছেন না আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো।
এ প্রসঙ্গে মায়ামি কোচ বলেন, ‘মেসি প্রত্যাশা অনুযায়ী উন্নতি করছে। তবে কবে নাগাদ ফিরবেন, সেটা বলা মুশকিল। আলাদাভাবে সে কাজ করছে। আশা করি, দ্রুতই তাকে আমরা ফিরে পাব। তবে আমরা চাই সে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরুক।’
এর আগে, গেল মাসে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে ডান গোঁড়ালিতে আঘাত পেয়েছিলেন মেসি। এরপর থেকেই মাঠের বাইরে আর্জেন্টাইন এই মহাতারকা। এখন পর্যন্ত মায়ামি সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করেননি মেসি।
এমএলএস ও এমএক্স মেক্সিকান ক্লাবের শীর্ষ দলগুলো নিয়ে লিগ কাপ অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছর প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জয়ে মায়ামির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মেসি।