ইউএস ওপেনেও খেলবেন না নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৭:৩০ পিএম

রাফায়েল নাদাল
আপ্রাণ চেষ্টা করেও অলিম্পিকে পদক জেতা হয়নি। এবার ইউএস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। একই পোস্টে নাদাল নিশ্চিত করেন, সেপ্টেম্বরের লেভার কাপে তাকে দেখা যাবে। তবে ঠিক কী কারণে নাম প্রত্যাহার করেছেন, সেই বিষয়ে খোলাসা করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাদাল বলেন, ‘সবাইকে জানাতে চাই, এ বছরের ইউএস ওপেনে খেলতে পারব না। নিউইয়র্কে আমার প্রচুর স্মৃতি রয়েছে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাতের দিকে দুর্দান্ত পরিবেশে খেলা ম্যাচগুলো খুব মিস করব। তবে এবার ১০০ শতাংশ দিতে পারব না বলেই নাম তুলে নিয়েছি।’
চলতি বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না তিনি। এর আগে, উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেনও খেলেননি ২২ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।
দীর্ঘ ক্যারিয়ারে ফ্রেঞ্চ ওপেনে সবচেয়ে বেশি ১৪টি ট্রফি জিতেছেন নাদাল। এ ছাড়া ইউএস ওপেনে দ্বিতীয় সর্বোচ্চ চারটি ট্রফি জেতেন তিনি, সর্বশেষটি ২০১৯ সালে।