×

খেলা

নান্নু-সুমনের কণ্ঠে নতুনের বার্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৭:২০ পিএম

নান্নু-সুমনের কণ্ঠে নতুনের বার্তা

ছবি: সংগৃহীত

   

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়েও পালাবদলে গুঞ্জন উঠেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা বিসিবির সামনে অবস্থান নিয়েছিলেন । সেখানে বিভিন্ন দাবির বিষয়ে জানান তারা। ‘ক্রিকেট সংগঠক’ হিসেবে ব্যানারে এসব দাবির কথা জানান তারা।

এ সময় সেখানে বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনও উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। 

গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নুর ভাষ্য, এখন সবার সহযোগিতা নিয়ে আমাদের ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। এখন দ্বিপাক্ষিক সিরিজ আছে, এ টিমের সফর আছে, সামনে টেস্ট সিরিজ আছে। এগুলো যাতে সময়মতো হয়, সেটার জন্য সবার সহযোগিতা আমাদের দরকার।

তিনি যোগ করেন, এখানে সুন্দরভাবে সবার সহযোগিতা নিয়ে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর। এখানে কোনো দ্বিমত নেই কারোর। আমাদের সবার সহযোগিতার দরকার, আমরা ক্রিকেটটাকে এগিয়ে নেব, এটা আমাদের দায়িত্ব। আমরা চাই যে সুশাসনের, সুন্দরভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিতে পারি এবং ভালোমতো মাথা উঁচু করে যাতে সমাজে দাঁড়াতে পারি, সবাই চাচ্ছে এটা।

বাশার বলেন, আমার মনে হয় সম্ভব, দ্রুত এটা কেটে যাবে আমার বিশ্বাস। আমাদের সবকিছু তো ইন-অর্ডার আছে। প্র্যাক্টিস আবার শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল, সেগুলো আবার ঠিক মত হবে। কারণ, আমাদের সামনে গুরুরত্বপূর্ণ খেলা আছে, বিশ্বকাপ আছে আমাদের ট্যুর আছে। আশা করছি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা ভালো কিছুর স্বপ্ন দেখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App