আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক সিরিজের সূচি প্রকাশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১০:৩২ এএম

ছবি: সংগৃহীত
আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দুই দলের মধ্যকার এটাই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।
এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তারা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে ওয়ানডে সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সূচির মধ্যে ছিল না। নিজেদের ইচ্ছাতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় দেশের দুটির ক্রিকেট বোর্ড। সিরিজের তিনটি ম্যাচ ১৮, ২০ ও ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ।
আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজটি মাইলফলক হিসেবে দেখছেন সিএসএ’র প্রধান লসন নাইডু। তার ভাষ্যমতে, ‘আফগানিস্তানের সঙ্গে ঐতিহাসিক ওয়ানডে সিরিজের সূচনা করতে পেরে আমরা উচ্ছ্বসিত। ২০২৩ সালের ওয়ানডে এবং এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে অলরাউন্ড দল হয়ে ওঠার প্রমাণ দিয়েছে তারা। আমাদের ক্রিকেটীয় সম্পর্কে এটি উল্লেখযোগ্য মাইলফলক এবং আমরা একটি প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ সিরিজের জন্য উন্মুখ হয়ে আছি।’
২০১০ বিশ্বকাপে টি-টোয়েন্টি দিয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয় আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২০১৯ বিশ্বমঞ্চ দিয়ে ওয়ানডে ফরম্যাটে প্রথম দেখা হয় দু’দলের। এখন পর্যন্ত মিলিয়ে দুটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছে তারা। আইসিসি ইভেন্টের সবগুলো ম্যাচই জিতেছে প্রোটিয়ারা।
চলতি আগস্টে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে আরব আমিরাতের মাটিতে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে প্রোটিয়ারা। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে ও খেলবে তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। ভারতের গ্রেটার নৈদায় ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এক ম্যাচের টেস্ট সিরিজটি।