×

খেলা

ভুটানের ক্লাবে খেলবেন বাংলাদেশের ৪ নারী ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৮:৩৩ পিএম

ভুটানের ক্লাবে খেলবেন বাংলাদেশের ৪ নারী ফুটবলার

ছবি: সংগৃহীত

   

অনেক আগেই বিদেশি ক্লাবে খেলার স্বাদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। সবশেষ কলকাতা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার। 

এবার ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসিতে খেলবেন বাংলাদেশের ৪ ফুটবলার সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা।

চলতি মাসেই এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগ শুরু হবে। দলীয় শক্তি বাড়াতে লাল-সবুজের ৪ প্রতিনিধিকে দলে টেনেছে তারা। তাদের চেয়ে বাফুফের কাছে চিঠি দিয়েছিল ক্লাবটি। দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাও তাতে সাড়া দেয়। 

আগামী ২৫ আগস্ট ইরানের বাম খাতুনের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ‘ডি’ গ্রুপে থাকা রয়েল থিম্পু কলেজ এফসি। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকংয়ের কিৎচে স্পোর্টস ক্লাব।

এ প্রসঙ্গে বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার বলেন, ‘প্রথমে ভেবেছিলাম দেব না। কারণ, আমাদের সামনে সাফের প্রস্তুতি আছে। পরে ভেবে দেখলাম, ভুটানের ক্লাবটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলবে। শক্তিশালী দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা সাফে কাজে লাগবে তাদের।’

জানা গেছে, আগামী ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন এই ৪ নারী ফুটবলার। তবে তাদেরকে চোট-আঘাত থেকে মুক্ত থাকার শর্ত দেওয়া হয়েছে। কেননা, অক্টোবরে সাফ শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাঘিনীরা। তাই কোন চোট দুঃসংবাদ বয়ে আনুন, সেটা চায় না বাফুফে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App