×

খেলা

হাথুরুসিংহেকে নিয়ে যা ভাবছে বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম

হাথুরুসিংহেকে নিয়ে যা ভাবছে বিসিবি

চন্ডিকা হাথুরুসিংহে

   

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে ক্রীড়াপ্রেমীদের কাঠগড়ায় ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। লাল-সবুজের প্রতিনিধিদের পারফরম্যান্স নিয়ে লঙ্কান এই মাইন্ডমাস্টারের ওপর নাখোশ ছিলেন ভক্ত-সমর্থকরা। বিশ্বমঞ্চের সেমিতে খেলার সুযোগ থাকলেও তা লুফে নেওয়ার বিন্দুমাত্র চেষ্টাও করেনি শান্ত বাহিনী। এর আগে, ওয়ানডে বিশ্বকাপেও রীতিমতো ভরাডুবি হয়েছিল টাইগারদের।

টানা দুটি বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা ব্যর্থতা; সবমিলিয়ে সাম্প্রতিক সময়ে ভালো নেই দেশের ক্রিকেট। আর দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের দায় চন্ডিকা হাথুরুসিংহের ওপরেই পড়ছে। যে কারণে অনেকেই তাকে এই পদে আর দেখতে চাচ্ছেন না। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বোর্ড পরিচালক বলেন, ‘কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।’

এদিকে গেল এপ্রিলে বিসিবির সঙ্গে চুক্তি করেছিলেন পাকিস্তানের সাবেক লেগ-স্পিনার মুশতাক আহমেদ। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই তার চুক্তি ছিল। তাই পাকিস্তান সফরে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এবার কিংবদন্তি এই লেগিকে নিয়ে সুসংবাদ দিয়েছেন জালাল ইউনুস। তার দাবি, আগামী মাসে পাকিস্তান সফরে মুশতাককে পাচ্ছে বাংলাদেশ। 

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘মুশতাক পাকিস্তান সিরিজের জন্য অ্যাভেইলেবল। তাকে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাব। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য সামনে যে আরও সিরিজ সেগুলোতে থাকতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত সে (মুশতাক) ব্যস্ত।’  

জালাল ইউনুস যোগ করেন, ‘জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব লম্বা সময়ের চুক্তি করা যায় কি না, বলছি না যাবে। এখন পর্যন্ত ওর (মুশতাক) থেকে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি। দেখা যাক, তার সঙ্গে আলাপ আলোচনার পর বোঝা যাবে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App