কোয়ার্টার ফাইনালে যাদের মুখোমুখি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৫:৩১ পিএম

ছবি : সংগৃহীত
আরও একবার আর্জেন্টিনা-ফ্রান্স দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছে ফুটবল বিশ্ব। জাতীয় দল না হলেও অলিম্পিকের ঐতিহ্য বিবেচনায় এই ম্যাচও মর্যাদার হয়ে উঠেছে। অলিম্পিক স্বর্ণপদক জয়ের পথে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দল দুটি।
মঙ্গলবার (৩০ জুলাই) গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটের টিকেট পেয়েছে ফরাসিরা। আরেক ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।
মার্সেইতে স্বাগতিক ফ্রান্সের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন জিন-ফিলিপ মাতেতা, ডিসায়ার ডুয়ে ও আরনাড কালিমুয়েন্ডো। তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে শেষ আটে উঠেছে ফ্রান্স।
আগামী শুক্রবার (২ আগস্ট) বর্দুতে দু'বারের স্বর্ণজয়ী আর্জেন্টিনার মোকাবিলা করবে থিয়েরি অঁরির ফ্রান্স।
এর আগে, কোপা আমেরিকা জয়ের পর ফরাসি খেলোয়াড়দের উদ্দেশ করে বর্ণবাদী গান গেয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, এ ঘটনার পর প্রথমবারের মতো ফ্রান্সের মোকাবিলা করতে যাচ্ছে আর্জেন্টিনা। ফিফা ইতোমধ্যেই ওই ভিডিওর তদন্তের নির্দেশ দিয়েছে।
অলিম্পিক পুরুষ ফুটবলে আর্জেন্টিনার এবারের দলে নিকোলাস ওটামেন্ডি ও জুলিয়ান আলভারেজ ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছে। তবে বিশ্বকাপে খেলা কোন খেলোয়াড় ফরাসি দলে নেই।