‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিক-মুমিনুল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০২:৪১ পিএম

মুশফিকুর রহিম ও মুমিনুল হক
আগামী আগস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। এ সফরে দুটি টেস্ট খেলবে লাল-সবুজেরা। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
তবে এর আগেই দেশটির মাটিতে পাড়ি জমাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে দুটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ‘এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যাচ্ছেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
মূলত পাকিস্তান সফরে দুই টেস্ট সিরিজের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিতেই যুবাদের সঙ্গে কিছুটা আগেভাগেই পাকিস্তান যেতে পারেন অভিজ্ঞ এই দুই ব্যাটার।
তবে শুধু মুশফিক-মুমিনুল নন, জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়ও যাচ্ছেন। এক্ষেত্রে ওপেনার সাদমান ইসলাম, জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়কেও দেখা যেতে পারে।
এর মধ্যে মুমিনুল শুধু টেস্ট ক্রিকেট খেলছেন। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার পর কেবল টেস্ট ও ওয়ানডে খেলছেন মুশফিক।
বাকিদের তালিকা দ্রুতই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তিনি জানান, এক-দু’দিনের মধ্যে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হবে।
রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম খেলতে আগামী ৬ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট করাচিতে ৩০ আগস্ট শুরু হবে।