×

খেলা

প্যারিস অলিম্পিক: পদক তালিকায় শীর্ষে যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৯:১১ এএম

প্যারিস অলিম্পিক: পদক তালিকায় শীর্ষে যারা

ছবি: সংগৃহীত

   

জমে উঠেছে অলিম্পিকের পদকের লড়াই। এবারের প্যারিস অলিম্পিকসে পৃথিবীর ২০০’র বেশি দেশ থেকে অ্যাথলিটরা ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করছে। প্রথম দিন (২৭ জুলাই) শেষে পদক তালিকায় শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। 

মেডেল টালিতে রবিবার (২৮ জুলাই) একাধিকবার পরিবর্তন এসেছে। শ্যুটিং ইভেন্টে প্রথম স্বর্ণ পদক জিতে নেয় চীনের শুটিং দল যা এবারের অলিম্পিকে নিজেদের তৃতীয় সোনা। পুরো দিনে এশিয়ান জায়ান্টদের স্বর্ণপ্রাপ্তি ওই একটিই। জাপান আর দক্ষিণ কোরিয়া এরপর দাপট দেখিয়েছে। যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে একাধিকবার। 

সাঁতারে ফ্রান্সের দর্শকদের আনন্দে ভাসিয়েছেন লিও মারশাঁ। ২০০৮ সালে কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পসের গড়া রেকর্ড ভেঙে জিতেছেন ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা। সুইমিং পুলে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তোরি হুসকে। আবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অ্যাডাম পিটির হ্যাট্রিক স্বপ্ন ভেঙেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি। 

আরো পড়ুন: মনুর হাত ধরে প্যারিসে প্রথম পদক ভারতের

দিনের শেষ স্বর্ণপদক জিতেছে জাপান। এখন পর্যন্ত পদক তালিকার সবার ওপরে তারা। ৪ সোনা গিয়েছে সূর্যদোয়ের দেশে। অস্ট্রেলিয়ার ঝুলিতেও আছে ৪ সোনা। তবে মোট পদকের সংখ্যায় জাপানের পেছনে থাকায় দুইয়ে স্থান তাদের। তিনে থাকা যুক্তরাষ্ট্রের সোনা ৩টি হলেও মোট পদক সবার চেয়ে বেশি। দেশকে ১২টি পদক এনে দিয়েছেন তারা। 

গ্রেট ব্রিটেন দুই রৌপ্য আর দুই ব্রোঞ্জ নিয়ে ৪ পদক নিয়ে আছে এই তালিকার ঠিক পরেই। পদক তালিকায় অবশ্য এখন পর্যন্ত নাম লিখিয়েছে আরো অনেক দেশ। ৬টি দেশ অন্তত একটি করে ব্রোঞ্জ পদক জিতে নাম উঠিয়েছে পদকের খাতায়। যেখানে আছে ভারতের নামটাও। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু। 

পদক জিতলেন যারা:

রবিবার (২৮ জুলাই)

শুটিং: ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল

স্বর্ণ: জিয়ে ইউ (চীন), রৌপ্য: ফেদেরিকো মালদিনি (ইতালি), ব্রোঞ্জ: পাওলো মোন্না (ইতালি)।

শনিবার (২৭ জুলাই)

সাইক্লিং: মেনস টাইম ট্রায়াল

স্বর্ণ: রেমকো এভেনপোয়েল (বেলজিয়াম), রৌপ্য: ফিলিপ্পো গান্না (ইতালি), ব্রোঞ্জ: ভাউট ফন আর্ট (বেলজিয়াম)।

উইমেন্স টাইম ট্রায়াল

স্বর্ণ: গ্রেস ব্রাউন (অস্ট্রেলিয়া), রৌপ্য: আনা হেন্ডারসন (ব্রিটেন), ব্রোঞ্জ: চোলে ডাইজার্ট (যুক্তরাষ্ট্র)।

ডাইভিং: মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড

স্বর্ণ: চ্যাং ইয়ানি ও চেন ইওয়েন (চীন), রৌপ্য: সারাহ ব্যাকন ও কাসিডি কুক (যুক্তরাষ্ট্র) ও ব্রোঞ্জ: ইয়াসমিন হার্পার ও স্কারলেট জেনসেন (ব্রিটেন)।

ফেন্সিং: মেয়েদের ব্যক্তিগত ইপি

স্বর্ণ: ম্যান ওয়াই ভিভিয়ান কং (হংকং), রৌপ্য: আরিয়ানে মাল্লো-ব্রেটন (ফ্রান্স) ও ব্রোঞ্জ: ইস্টার মুহারি (হাঙ্গরি)।

ছেলেদের ব্যক্তিগত সাবরে: জুডো

মেয়েদের ৪৮ কেজি

স্বর্ণ: নাতসুমি সুনোদা (জাপান), রৌপ্য: বাসানখু বাভুদোরি (মঙ্গোলিয়া) ও ব্রোঞ্জ: শিরিন বুকলি (ফ্রান্স) ও তারা বাবুলফাথ (সুইডেন)।

ছেলেদের ৬০ কেজি

স্বর্ণ: ইয়েলদোস স্মেতভ (কাজাখস্তান), রৌপ্য: লুকা মিখেইদজে (ফ্রান্স), ব্রোঞ্জ: রিউজু নাগায়ামা (জাপান) ও ফ্রান্সিসকো গারিগোস (স্পেন)।

রাগবি সেভেন

স্বর্ণ: ফ্রান্স, রৌপ্য: ফিজি, ব্রোঞ্জ: দক্ষিণ আফ্রিকা।

শুটিং: ১০ মিটআর এয়ার রাইফেল মিশ্র দলগত

স্বর্ণ: হুয়াং ইউটিং ও শেন লিহাও (চীন), রৌপ্য কিউম জিয়েওন ও পার্ক হাজুন (দক্ষিণ কোরিয়া), ব্রোঞ্জ: আলেক্সান্দ্রা লে ও ইসলাম সাতপাভে (কাজাখস্তান)।

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল

স্বর্ণ: ইয়ে জিন ওহ (দক্ষিণ কোরিয়া), রৌপ্য: ইয়েজি কিম (দক্ষিণ কোরিয়া) ও ব্রোঞ্জ: মানু ভাকার (ভারত)।

সাঁতার

ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল

স্বর্ণ: লুকাস মের্টেনস (জার্মানি), রৌপ্য: এলিজাহ উইনিংটন (অস্ট্রেলিয়া), ব্রোঞ্জ: উমিন কিম (দক্ষিণ কোরিয়া)।

ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে

স্বর্ণ: যুক্তরাষ্ট্র, রৌপ্য (অস্ট্রেলিয়া) ও ব্রোঞ্জ (ইতালি)।

মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইল

স্বর্ণ: আরিয়ানে টিটমাস (অস্ট্রেলিয়া), রৌপ্য সামার ম্যাকিন্টোশ (কানাডা), ব্রোঞ্জ: কেটি লেডেকি (যুক্তরাষ্ট্র)।  

মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে

স্বর্ণ: অস্ট্রেলিয়া, রৌপ্য: যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ: চীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App