মনুর হাত ধরে প্যারিসে প্রথম পদক ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৭:২৫ পিএম

মনু ভাকের
মনু ভাকেরের হাত ধরে প্যারিস অলিম্পিকে প্রথম পদক পেয়েছে ভারত। ১০ মিটার এয়ার পিস্টলে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। প্রথম ভারতীয় নারী শুটার হিসেবে অলিম্পিকে পদক জিতেছেন মনু।
রবিবার (২৮ জুলাই) শুটিংয়ের ১০ মিটার এয়ার পিস্টলে দক্ষিণ কোরিয়ার ঘরে গেছে স্বর্ণ এবং রৌপ্যপদক। দেশটির ওহ এ জিন রৌপ্য এবং কিম এজি স্বর্ণ জিতেছেন।
রৌপ্য জেতার ভালো সুযোগ ছিল মনুর। মাত্র ০ দশমিক ১ পয়েন্টের জন্য রূপা জেতা হয়নি তার।
এর আগে, টোকিং অলিম্পিকেও মনুর কাছে পদকের আশা ছিল। সেবার বাছাইপর্বে বেশ ভালো করেছিলেন তিনি। কিন্তু পিস্টলে ক্রুটি ধরা পড়ায় চূড়ান্ত পর্বে জায়গা হয়নি। এবার সেই আক্ষেপ ঘুচালেন। তার হাত ধরে এক যুগ পর শুটিংয়ে পদক খরা কাটাল ভারত।
প্রথম সিরিজে দুইয়ে ছিলেন মনু। কিন্তু দ্বিতীয় সিরিজে তিনে নেমে যান মনু। দুই সিরিজ মিলিয়ে দ্বিতীয় অবস্থানেই ছিলেন এই শুটার। তবে দ্বিতীয় সিরিজের শেষ দুটি শট ভালো না হওয়ায় ব্রোঞ্জে পদকেই থামতে হলো তাকে।