বড় দলের বিপক্ষে খেলার আকুতি টাইগ্রেস কোচের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৬:৪২ পিএম

ছবি : সংগৃহীত
২০১৮ সালের সুখকর স্মৃতি পুনরুদ্ধারের সুযোগ ছিল। সেবার ভারতকে হারিয়ে উইমেন’স এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর থেকেই বেশ অচেনা টাইগ্রেসরা। নিজেদের সেরাটা বজায় রাখতে পারেনি বাঘিনীরা। এবারের মহাদেশীয় মহাযজ্ঞের সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটের লজ্জার পরাজয়ে স্বপ্নভঙ্গ হয় নিগার সুলতানা জ্যোতির দলের।
শুধু ফাইনালে ওঠার লড়াইয়েই না, পুরো আসরজুড়েই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কিছু ম্যাচে বোলারদের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। তবে শেষ চারে বাজে পরাজয়ের পর টাইগ্রেসদের প্রধান কোচ হাশান তিলাকারাত্নে জানিয়েছেন, বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলতে পারলেই কেবল উন্নতি করা সম্ভব।
কোচের ভাষ্যমতে, সামনে এগোনোর পথে আমাদের মেয়েদের এটা ভালো একটা অভিজ্ঞতা হলো, এরকম বড় দলের সঙ্গে খেলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সেরাদের বিপক্ষে খেলতে পারলে নিজেদের খেলায় উন্নতি হয়।
লঙ্কান এই কোচের দাবি, ক্রিকেটারদের স্কিলের কোনো ঘাটতি নেই। তবে উঁচু মানের প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটারদের আরও উন্নতি হবে। এতে পারফরম্যান্সও বাড়বে।
হাশানের ভাষ্য, পুরো ব্যাপারটি হলো বোধের। বোধ দিয়েই ম্যাচ জিততে হয়, স্কিল দিয়ে নয়। স্কিল তাদের আছে, কিন্তু লেখাটাকে আরও ভালোভাবে বুঝতে হবে ওদের। সেটির সবচেয়ে সেরা উপায় হলো, উঁচু মানের প্রতিদ্বন্দ্বিতা। সেরা দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলতে হবে আমাদের।
এশিয়া কাপের শিরোপা জয়ের পর এখন পর্যন্ত ১২টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে কেবল একটি করে সিরিজ খেলেছে টাইগ্রেসরা। এ ছাড়া ভারতের বিপক্ষে দুটি সিরিজ খেলেছে জ্যোতি-দিলারারা। তাই বড় দলের বিপক্ষে সিরিজ খেলার আকাঙ্ক্ষা অমূলক নয় টাইগ্রেস কোচের।