×

খেলা

কলম্বিয়ার দাপট, আর্জেন্টিনা ব্যস্ত থাকল রক্ষণে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৯:২২ এএম

কলম্বিয়ার দাপট, আর্জেন্টিনা ব্যস্ত থাকল রক্ষণে

ছবি-এএফপি

   

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও আর্জেন্টিনা। দু’দলের ম্যাচ দেখতে মায়ামির হার্ড রক স্টেডিয়াম এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে।  ম্যাচ আর্জেন্টিনা শুরু করেছিল মানসিকভাবে পিছিয়ে থেকে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মা, আলেহান্দ্রো গার্নাচোর ভাইসহ একাধিক খেলোয়াড়ের স্বজনরা আটকে ছিলেন উগ্রপন্থী কলম্বিয়ান সমর্থকদের মাঝে। খেলা শুরুর আগে নিজের মাকে নিরাপদে স্টেডিয়ামে নিয়ে আসতে লকাররুম ছেড়ে বেরিয়ে আসেন ম্যাক অ্যালিস্টার। এমন বিপর্যস্ত আর্জেন্টিনার ওপর চড়াও হতেও সময় নেয়নি কলম্বিয়া। 

ফাইনালের প্রথমার্ধে মানসিকভাবে বিধ্বস্ত আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি সেভাবে। পুরোটা সময় ব্যস্ত থাকতে হয়েছে রক্ষণে। যদিও রোমেরো-লিসান্দ্রো জুটি আর গোলবারের নিচে এমিলিয়ানো মার্তিনেজ বাঁচিয়েছেন আর্জেন্টিনার স্বপ্ন। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হলেও আলবিসেলেস্তেদের পার করতে হয়েছে কঠিন সময়। এরসঙ্গে যুক্ত হয় কলম্বিয়ার শারীরিক ফুটবল। যা লিওনেল মেসিদের পিছিয়ে দিয়েছে আরো অনেকখানি। 

ম্যাচে আর্জেন্টিনার ভাগ্যটা অবশ্য ভালোই বলতে হবে। জন কর্দোবার শট সপ্তম মিনিটে ফিরে আসে গোলবার থেকে। এরপরেও অবশ্য হাল ছাড়েনি কলম্বিয়া। পুরো ৪৫ মিনিটেই দাপট ছিল তাদের। একের পর এক শট নিয়েছে আর্জেন্টিনার গোলমুখে। এমি মার্টিনেজ অন্তত ৩ বার দলকে রক্ষা করেছেন নিশ্চিত গোলের মুখ থেকে। বিপরীতে আর্জেন্টিনা খুব একটা সুযোগ পায়নি। 

অন টার্গেট শট ছিল কেবল একটিই। এরমাঝেও শঙ্কা ছিল কলম্বিয়ার শারীরিক ফুটবলের কারণে। আনহেল ডি মারিয়া, লিসান্দ্রো মার্টিনেজরা কড়া ফাউলের মুখে পড়েছেন। ম্যাচের ৩৭ মিনিটে কড়া ট্যাকেলের শিকার হয়ে মাঠের বাইরে চলে যেতে হয় লিওনেল মেসিকে। খানিক পরেই মাঠে ফিরে এলেও মেসির গোড়ালিতে আঘাতের প্রভাব ছিল স্পষ্ট। সবমিলিয়ে অবশ্য কঠিন সময় পেরিয়েছে তাদের জন্য। 

এর আগে, কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে শুরুতেই আধঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যেকার ম্যাচ। এবার সেটা পেছল আরও অনেকটা সময়। খেলা শুরুর নতুন সময় বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিট। উগ্র ভক্তদের সামাল দিতে হিমশিম খেয়েছে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে। 

প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতির। এরইমাঝে বাইরে অপেক্ষমান আর্জেন্টাইন ভক্তদের ওপরেও চড়াও হয়েছে কলম্বিয়ান ভক্তরা। একাধিক ছবিতে নারী ও শিশুদের নাজেহাল অবস্থার ছবিও প্রকাশ পেয়েছে। 

উল্লেখ্য, ১৯৪৫ সাল থেকে কলম্বিয়ার সঙ্গে খেলছে আর্জেন্টিনা। ২০২২ পর্যন্ত দল দুটি মুখোমুখি হয়েছে ৪২ বার। তার মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২৫ বার। ৯ বার জিতেছে কলম্বিয়া। আর ৮টি ম্যাচে কেউ জিতেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App