×

খেলা

অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১০:২১ এএম

অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

ছবি- সংগৃহীত

   

তিন সংস্করণের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে গঠিত বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। রবিবার (১৪ জুলাই) সকালে সিডনিতে পৌঁছান ক্রিকেটাররা।

মূলত ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে জাতীয় দল, এইচপি মিলিয়ে ২২ ক্রিকেটারকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে, শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিল এইচপি দল। রবিবার বিশ্রাম শেষে পরদিন অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। 

আইসিসির এফটিপি অনুযায়ী, ২০২৭ সালের মার্চে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সবশেষ ২০০৮ সালে অজিদের মাটিতে খেলেছিল টাইগাররা। আরও ৫ বছর আগে সবশেষ টেস্ট খেলেছিল দল দুটি।

এই সফরে জাতীয় দলের রাডারে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও রয়েছেন। সাদমান হোসেন, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, আফিফ হোসেন ও শামীম হোসেনরা এ সফরে গিয়েছেন।

এ নিয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘এভাবে বললে আসলে অনেক কিছুই চিন্তা করা যেত। আমরা যখন তিন নির্বাচক সিলেকশনে বসেছিলাম এটা নিয়ে অনেক বিস্তারিত আলাপ করি, তারপর দল তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাদমান রেগুলার ম্যাচ খেলছে কি না? সেটা আপনারা দেখবেন, কতদিন গ্যাপে খেলেছে। পাশাপাশি কন্ডিশনের যে সুযোগটা, সেটা আমরা নেওয়ার চেষ্টা করেছি। এ ছাড়া আফিফ কিন্তু আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে রয়েছে। বিশ্বকাপের দলের সঙ্গে গিয়েছিল, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পায়নি।’

হান্নান আরও বলেন, ‘নামটা প্রথমে যখন চিন্তা করি, তখনই মনে হয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। সে জায়গা থেকে এই ধরনের দলের প্লেয়ারের সঙ্গে খেলা এবং পাশাপাশি ওই কন্ডিশন সম্পর্কে জানাটা ভালো একটা অভিজ্ঞতা, যেটা আমাদের খেলোয়াড়রা নিতে যাচ্ছে। একটা লম্বা সময় অপেক্ষার পরে ২০০৮ সালে বাংলাদেশ দল শেষবার গিয়েছিল। আমি আশা করছি, এবারের অভিজ্ঞতাটা তাদের কাজে লাগবে।’

উল্লেখ্য, ৯ দল নিয়ে আয়োজিত হবে এ টুর্নামেন্ট। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডেলেড স্ট্রাইকার্সসহ স্থানীয় আরও ৭টি দলের সঙ্গে খেলবে টাইগার যুবারা। এই সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে টি-টোয়েন্টির জন্য আকবর আলি, ওয়ানডেতে আফিফ হোসেন এবং চারদিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ১১ আগস্ট মেলবোর্ন রেনেগেডস, ১২ আগস্ট তাসমানিয়া, ১৪ আগস্ট অ্যাডিলেডের মোকাবিলা করবে বাংলাদেশ এইচপি দল। এরপর ১৫ আগস্ট এসিসি কমেটস, ১৬ আগস্ট পাকিস্তান শাহিনস এবং ১৭ আগস্ট গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এ ছাড়া ১৮ আগস্ট দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে।

টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়াও দ্য গ্রিন ম্যানদের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ এবং দুটি ওয়ানডে ম্যাচও খেলবে এইচপি দল। টি–টোয়েন্টি টুর্নামেন্টের আগেই এ ম্যাচগুলো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App