জিম্বাবুয়ের ‘সমতা’ নাকি ভারতের ‘সিরিজ’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:৪২ এএম

ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এবার চতুর্থ লড়াইয়ে জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। অন্যদিকে জয় দিয়ে শুরু করা রোডেশিয়ানরা পিছিয়ে পড়েও সিরিজে টিকে থাকতে মরিয়া । শনিবার (১৩ জুলাই) হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। শিরোপা উল্লাসের এক সপ্তাহের ব্যবধানে দ্বিপাক্ষিক সিরিজ থাকায় দ্বিতীয় সারির দল পাঠায় ম্যান ইন ব্লুরা। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই হারের লজ্জায় পড়ে ভারত। সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে পরাজয়ের স্বাদ নেয় টিম ইন্ডিয়া। তবে ব্যাক টু ব্যাক জয়ে সিরিজে এগিয়ে যায় শুভমান গিলের দল। দ্বিতীয় ম্যাচে ১০০ রানে জয়ের পর তৃতীয় ম্যাচেও ২৩ রানের জয় পায় টিম ইন্ডিয়া।
সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্বকাপজয়ী দলের কেউই ছিলেন না। তবে তৃতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়ে একাদশে সুযোগ পান যশস্বী জয়সওয়াল, শিবম দুবে এবং সাঞ্জু স্যামসন। বিশ্বকাপ দলে থাকলেও কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি জয়সওয়াল ও স্যামসন।
সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ২ উইকেটে ২৩৪ রান করলেও তৃতীয় ম্যাচে শুভমান গিলের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৮৪ রানে থামে টিম ইন্ডিয়ার ইনিংস। জবাবে ৬ উইকেটে ১৫৯ রান করে ম্যাচ হারে রোডেশিয়ানরা।
শুরুর দিকে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় খুশি গিল। তাই চতুর্থ ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি। গিলের ভাষ্য, ‘আমরা সিরিজ জয় নিশ্চিত করার দ্বারপ্রান্তে। জয়ের ধারায় থেকে চতুর্থ ম্যাচে জিততে হবে আমাদের। এজন্য শেষ দুই ম্যাচের মত ভালো ক্রিকেট খেলতে হবে। জিম্বাবুয়ে ঘুরে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে। চতুর্থ ম্যাচে বেশ লড়াই হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
এদিকে সিরিজে টিকে থাকতে চতুর্থ ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের। জয়ের জন্য ব্যাটার-বোলারদের একত্রে জ্বলে উঠার প্রত্যাশায় অধিনায়ক সিকান্দার রাজার।
তার মন্তব্য, ‘আমাদের সামনে সিরিজ হারের শঙ্কা। সিরিজে টিকে থাকতে হলে, জয়ের বিকল্প নেই। এজন্য ব্যাটার-বোলারদের একত্রে সেরা ক্রিকেট খেলতে হবে। শেষ দুই ম্যাচে আমরা কোনো বিভাগেই ভালো খেলেনি। আশা করছি, সতীর্থরা নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’