বড় জয়ে অ্যান্ডারসনের বিদায় রাঙাল ইংল্যান্ড

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৫:৪৭ পিএম

ছবি : সংগৃহীত
দ্বিতীয় দিন শেষেই বোঝা যাচ্ছিল, লর্ডস টেস্ট জয় ইংল্যান্ডের জন্য সময়ের অপেক্ষা মাত্র। তৃতীয় দিন সকালে ১ ঘণ্টার পরই সেই কাজটাই করে ফেলল বেন স্টোকসরা। ইনিংস ও ১১৪ রানের জয়ে জেমস অ্যান্ডারসনের বিদায় রাঙালেন ইংলিশরা।
এবারের লর্ডস টেস্টকে অনেকেই অ্যান্ডারসনের টেস্ট আখ্যা দিয়েছেন। কেননা, ৪১ বছর বয়সী এই ফাস্ট বোলার আগেই জানিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। ফলে প্রথম দিন থেকেই এটি অ্যান্ডারসনের টেস্ট বনে যায়।
শেষ মুহূর্তে অ্যান্ডারসনও নিজের মত করেই রাঙিয়েছেন। ৬ উইকেটে ৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে দিনের ১৪তম ওভারে এসেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। অ্যান্ডারসন নেন সেই উইকেট। অ্যান্ডারসনের দুর্দান্ত এক ডেলিভারি জসুয়া ডি সিলভারর ব্যাটের কানা ছুঁয়ে জেমি স্মিথের গ্লাভসে চলে যায়। এতে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন তিনি। এর আগে, প্রথম ইনিংসে ১ উইকেট পেয়েছিলেন।
এরপর ক্রিজে থিতু হতে পারেননি আলজারি জোসেফ ও সামার জোসেফ। তাদের ফেরান গাস অ্যাটকিনসন। পরে জেইডেন সিলসকে ফিরিয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফাইফার নেন তিনি। অভিষেক টেস্টে সব মিলিয়ে ১২ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন অ্যাটকিনসন। প্রথম ইনিংসে ৪৫ রানে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ৬১ রানে নিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ : ১২১ ও ৪৭ ওভারে ১৪৭ (মোতি ৩১, অ্যাথানেজ ২২, হোল্ডার ২০, লুইস ১৪; অ্যান্ডারসন ৩/৩১, অ্যাটকিনসন ৫/৬১, স্টোকস ২/২৫)।
ইংল্যান্ড ১ম ইনিংস : ৯০ ওভারে ৩৭১ (ক্রলি ৭৪, স্মিথ ৭০, রুট ৬৮, পোপ ৫৭, ব্রুক ৫০ , সিলস ৪/৭৭, মোতি ২/৪১, হোল্ডার ২/৫৮)।
ফল : ইংল্যান্ড ইনিংস ও ১১৪ রানে জয়ী।