×

খেলা

অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৮:৪৯ এএম

অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

ওয়ানিন্দু হাসারাঙ্গা

   

দায়িত্ব নেওয়ার ৬ মাস পরই শ্রীলঙ্কার টি–টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে বোর্ডের দেওয়া বিবৃতিতে ‘শ্রীলঙ্কা ক্রিকেটের বৃহত্তর স্বার্থে’র বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন হাসারাঙ্গা।

বিবৃতিতে হাসারাঙ্গা বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা আমার সর্বোচ্চটা সব সময়ই পাবে। সব সময়ের মতো আগামীতেও দল ও নেতৃত্বকে সমর্থন দিয়ে যাব।’

গত ৬ মাসে এই অলরাউন্ডারের অধীনে ১০টি টি–টোয়েন্টি খেলেছে খেলেছে লঙ্কানরা। এর মধ্যে সদ্য সমাপ্ত বিশ্বকাপও ছিল। তবে বিশ্বমঞ্চের প্রথম পর্ব থেকেই বিদায় ঘণ্টা বাজে লঙ্কানদের। বৈশ্বিক মহারণে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দায়িত্ব ছাড়েন দলটির কোচ ক্রিস সিলভারউড ও পরামর্শক মাহেলা জয়াবর্ধনে। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়াকে নিয়োগ দেওয়া হয়।

এদিকে চলতি জুলাইয়ের শেষ দিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আগামী ২৬ জুলাই থেকে অনুষ্ঠেয় এ সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি। এর আগেই নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা।

ধারণা করা হচ্ছে, চারিত আসালাঙ্কাকে দল সামলানোর গুরুদায়িত্ব দেওয়া হতে পারে। হাসারাঙ্গার অনুপস্থিতিতে গত মার্চে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন আসালাঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App